
গাজীপুর:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট এ অংশ নিতে গাজীপুরের ৫টি সংসদীয় আসনে মোট ৫৩ জন প্রার্থীর মধ্যে বিএনপি,জামাত,এনসিপি মনোনীত প্রার্থী সহ ৩৪ জন প্রার্থীর মনোনয়ন বৈধ এবং বিএনপি বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সহ ১৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বলে গণ্য করেছে গাজীপুর জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন।
শনিবার(৩ জানুয়ারি)সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত গাজীপুর জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মনোনয়নপত্র যাচাই-বাচাই শেষে এ তথ্য জানা গেছে।
গাজীপুর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও জেলা প্রশাসক কার্যালয়ের সূত্রে জানা গেছে
গাজীপুর-১ আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৮ জন প্রার্থী।যাচাই-বাচাই শেষে এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোঃমজিবুর রহমান,জামায়েত প্রার্থী মোঃ শাহ আলম বকসী সহ ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ও জাতীয় পার্টির প্রার্থী এসএম শফিকুল ইসলাম,গণফ্রন্টের আতিকুল ইসলামের মনোনয়ন পত্র বাতিল বলে গণ্য করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা।
গাজীপুর-২ আসনে ১৮ জন মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। যাচাই-বাচাই শেষে এ আসনে বিএনপি প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি,জমায়াতে ইসলামি প্রার্থী মোহাম্মদ হোসেন আলি,এনসিপি প্রার্থী আলী নাছের খান সহ ১০ জনের প্রার্থিতা বৈধ ও বিএনপি বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন সরকার সহ সর্বাধিক ৮জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বলে গণ্য করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা।
গাজীপুর-৩ আসনে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।যাচা-বাচাই শেষে এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডাঃএস,এম রফিকুল ইসলাম বাচ্চু,বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম সহ ৭ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ও স্বতন্ত্র প্রার্থী ইজাদুর রহমান মিলন সহ ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বলে গণ্য করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা।
গাজীপুর-৪, আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। যাচা-বাচাই শেষে এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নান ,বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী সালাহ উদ্দিন সহ ৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ও স্বতন্ত্র প্রার্থী আবুল হাসেম সহ ৪ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল বলে গণ্য করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা।
গাজীপুর-৫, আসনে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। যাচা-বাচাই শেষে এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এ,কে,এম ফজলুল হক মিলন, বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী মোঃ খাইরুল ইসলাম,ইসলামি আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান,জনতার দলের মোঃ আজম খান সহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ও জাতীয় পার্টির প্রার্থী ডাক্তার শফি উদ্দিন সরকার সহ ২ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল গণ্য করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা।
