গাজীপুর:নলেবার পার্টি থেকে গাজীপুর-১ আসনে এমপি প্রার্থী হিসেবে বলিয়াদী জমিদার বাড়ির উত্তরসূরি ইরাদ আহমেদ সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা
আজ শনিবার (৩ জানুয়ারী) সকালে যাচাই বাছাই শেষে গাজীপুরের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন।
ইরাদ সিদ্দিকীর বাবা চৌধূরী তানবীর আহমেদ সিদ্দিকী বিএনপির প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ ও সাবেক মন্ত্রী ছিলেন। জিয়া পরিবারের প্রতি আদর্শিক দায়বদ্ধতা ও বেগম জিয়ার প্রতি শ্রদ্ধাবোধ থেকে তিনি ইতোমধ্যে বেগম জিয়ার আত্মার শান্তি কামনায় গরীব ও অসহায়ের মধ্যে শীতবস্ত্র বিতরণ করছেন।
জানা যায়, চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রী সভার সদস্য চৌধুরী তানবীর আহমেদ সিদ্দিকীর বড় ছেলে। চৌধুরী তানবীর আহমেদ সিদ্দিকী বিএনপির প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ। তানবীর আহমেদ সিদ্দিকী গাজীপুরের কালিয়াকৈর ও শ্রীপুর থেকে একাধিকবার এমপি হয়ে একবার মন্ত্রী হয়েছিলেন। বিএনপির প্রতিষ্ঠা পর্যায়ে জিয়াউর রহমানের বিশ্বস্ত ছিলেন। বর্তমানে তিনি অসুস্থ থাকায় পারিবারিক সিদ্ধান্তে পরিবারের বড় ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী গাজীপুর-১ আসন থেকে লড়ছেন। বলিয়াদী জমিদার বাড়ির ভবিষ্যৎ কর্ণধার হিসেবে ইরাদ আহমেদ সিদ্দিকী এই নির্বাচনে অংশগ্রহণ করে বাবার ও পরিবারের ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করছেন।
মনোনয়নপত্র দাখিলের পর গাজীপুর-১ আসনের লেবার পার্টির এমপি প্রার্থী চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী ভোটারদের ভোট ও দোয়া চেয়েছেন। তিনি আশা করেন, জনগন তাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করে জনগনের সেবা করার সুযোগ দিবেন।

