গুরুতর অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি ড. কামাল হোসেন

Slider ফুলজান বিবির বাংলা

গুরুতর অসুস্থ হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা এবং গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন।

শুক্রবার (২ জানুয়ারি) সকালে তাকে হাসপাতালে নেওয়া হয় বলে দলটি আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে।

শারীরিক দুর্বলতা ও ফুসফুসজনিত জটিলতা নিয়ে তিনি চিকিৎসাধীন আছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।

গণফোরামের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান দেশবাসীর কাছে তার আরোগ্যের জন্য দোয়া চেয়েছেন। তিনি বলেন, ড. কামাল হোসেন আমাদের রাজনৈতিক ও সাংবিধানিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তার দ্রুত সুস্থতার জন্য আমরা সবার কাছে দোয়া কামনা করছি।

দলীয় সূত্র জানায়, হাসপাতালে ভর্তির পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকরা তার শ্বাসযন্ত্র ও ফুসফুসের জটিলতা নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। আপাতত তার শারীরিক শক্তি পুনরুদ্ধার ও সংক্রমণ প্রতিরোধই চিকিৎসার প্রধান লক্ষ্য।

৮৮ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিক ও আইনজীবী ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন। দীর্ঘ আইনি ও রাজনৈতিক জীবনে তিনি সংবিধান বিশেষজ্ঞ এবং মানবাধিকার প্রশ্নে সরব কণ্ঠ হিসেবে পরিচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *