‘রানা প্লাজা’ প্রদর্শনে নিষেধাজ্ঞা

Slider বিনোদন ও মিডিয়া
11887967_451396878377700_75_162705_171344
সাভারের রানা প্লাজা নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘রানা প্লাজা’ প্রদর্শনে স্থগিতাদেশ দিয়েছে সরকার।
মঙ্গলবার এক তথ্য বিবরণীতে এই স্থগিতাদেশ দেওয়া হয়।
তথ্য বিবরণীতে বলা হয়, ‘রানা প্লাজা’ চলচ্চিত্রের বিষয়ে সেন্সর আপিল কমিটির নিকট আপিল আবেদন হওয়ায় উক্ত আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তথ্য মন্ত্রণালয়ের ১৭ সেপ্টেম্বর ২০১৫ তারিখের প্রজ্ঞাপনের অনুবৃত্তিক্রমে ‘রানা প্লাজা’ চলচ্চিত্রটির প্রদর্শন সমগ্র বাংলাদেশে স্থগিত করা হয়েছে।
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের অদূরে ধসে পড়ে বহুতল ভবন রানা প্লাজা। ওই ঘটনায় নিহত হন ১ হাজার ১৩৫ জন, আহত হন এক হাজারের বেশি পোশাক শ্রমিক।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে আলোচিত ‘রানা প্লাজা’ চলচ্চিত্রটি প্রদর্শনের অনুমতি পেলেও এর আগে গত ১৭ সেপ্টেম্বর ছবিটির সেন্সর সার্টিফিকেট সাময়িকভাবে স্থগিত করে সরকার। ওই দিন এক তথ্য বিবরণীতে একথা জানানো হয়।
এর আগে ওইদিনই সকালে ‘রানা প্লাজা’ চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধে রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন খারিজ করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এতে চলচ্চিত্রটি প্রদর্শনের আইনি বাধা কেটে যায়।
সাভারে ভবনধসের ঘটনার ১৭ দিন পর ধ্বংসস্তূপ থেকে রেশমা আক্তার নামে এক পোশাককর্মীর জীবিত উদ্ধার হওয়ার ঘটনাকে উপজীব্য করে নির্মিত হয়েছে ‘রানা প্লাজা’।
এর আগে ‘রানা প্লাজা’র মুক্তির জন্য দুই দফায় তারিখ নির্ধারণ করে প্রচারণা চালানো হলেও আদালতের নির্দেশনায় তা আটকে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *