গাজীপুর: আগামীকালের সংবর্ধনার আগেই কয়েক হাজার নেতা-কর্মী পূর্বাচলে পৌঁছে যাওয়ায় ৫০ হাজার লোকের জন্য খাওয়া থাকা ও যাতায়াত ফ্রী করেছে গাজীপুর মহানগর বিএনপি।
আজ বুধবার (২৪ ডিসেম্বর) রাতে এই তথ্য নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন।
সুমন জানান, আমাদের কয়েক হাজার নেতা-কর্মী ইতোমধ্যেই ভ্যানুতে এসে গেছে। আরো আসছে। তাই তাদের থাকা খাওয়া ও যাতায়াত ফ্রী করা হয়েছে। থাকার জন্য বসুন্ধরা কনভেনশন সেন্টারের কাছে একটি বিশাল বড় হলরুম ভাড়া নেয়া হয়েছে। এখানে প্রায় ৫০ হাজার লোক থাকতে পারবেন। একই সাথে তাদের খাবারেরও ব্যবস্থা করা হয়েছে।
ভাড়া করা হলরুম পরিদর্শনকালে গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনি জানান, আমাদের কয়েক হাজার নেতা-কর্মী এসে গেছেন। তাই তাদের থাকা ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। গাজীপুর মহানগর বিএনপির প্রায় লক্ষাধিক নেতা-কর্মী এই অনুষ্ঠানে যোগদান করবেন বলে আশা করছি। একই সঙ্গে গাজীপুর টঙ্গী ও ঢাকায় যাতায়তের জন্য দুটি স্পেশাল ট্রেন ও একাধিক বাস ভাড়া করা হয়েছে।
প্রসঙ্গত: প্রায় দেড় যুগ পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকায় আসছেন। তারেক রহমানের আগমন উপলক্ষে তিনশফিট এলাকায় বড় ধরণের সংবর্ধনার আয়োজন করেছে বিএনপি। সংবর্ধনায় সারাদেশ থেকে লাখ লাখ মানুষ ঢাকায় যাচ্ছেন। ভ্যানুর সীমানা ঘেঁষা হওয়ায় গাজীপুর মহানগর ও টঙ্গী বিএনপির নেতা- কর্মীরা সার্বক্ষনিক তদারকিতে বেশী সময় দিচ্ছেন।

