ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা, প্রতারণার অভিযোগে আটক ১২

শিক্ষা
906645fac35f8e0e06d956ab87039aeb-DU-logo
 

 

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এই ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র এনে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে আটক করেছে মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়েছে। এখন পর্যন্ত এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কোনো অভিযোগ ওঠেনি।

পুলিশের ভাষ্য, আটক করা ওই ১২ জন গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর তেজতুরি বাজার, তেজকুনিপাড়া, নাখালপাড়া ও ফার্মগেট এলাকায় প্রশ্নপত্র এনে দেওয়ার নামে প্রতারণা করে বিভিন্নজনের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয় বলে জানিয়েছেন পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার মুনতাসিরুল ইসলাম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ এম আমজাদ আলী জানিয়েছেন, ‘ক’ ইউনিটের পরীক্ষা সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে। প্রতারণার অভিযোগে কয়েকজনকে আটক করার খবর তাঁরা জানেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *