শ্রীপুরে ঐক্যবদ্ধ বিএনপির বিজয় দিবস পালন

Slider গ্রাম বাংলা

গাজীপুর: মনোনয়নকে কেন্দ্র করে কয়েকভাগে বিভক্ত ছিল শ্রীপুর বিএনপি। বিজয় দিবসের ২৪ ঘন্টা পূর্বে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ বিএনপি অনেকটা ফুরফুরে মেজাজে পালন করল মহান বিজয় দিবস।

আজ মঙ্গলবার গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপি জাতীয় এই কর্মসূচী আনন্দ ও উচ্ছাসের মধ্য দিয়ে পালন করে।

দলীয় সূত্রে জানা যায়, বিজয়ে দিবসের দিন সকালে শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দকে সাথে নিয়ে শহীদ বেদিতে র্যালি নিয়ে যান গাজীপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা: রফিকুল ইসলাম বাচৃচু। তার সাথে বিএনপির স্থানীয় শীর্ষ নেতৃবৃন্ধ সহ শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এদিকে ১৫ ডিসেম্বর শ্রীপুরে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সব নেতা ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করার প্রত্যয়ে ঐক্যবদ্ধ হয়েছেন। শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও মনোনয়নপ্রত্যাশী মাওলানা এসএম রুহুল আমিনের ভাংনাহাটি গ্রামের বাসভবনে নেতারা সমঝোতার জন্য একত্র হন।

এবারের নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী রুহুল আমিনের আমন্ত্রণে গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ডাক্তার শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শাজাহান ফকির, সাবেক সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার ছাড়াও সাবেক কেন্দ্রীয় জাসাস নেতা অ্যাডভোকেট নাহিদ আহমেদ মমতাজি, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শেখ আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যাপক জহিরুল ইসলাম কাজল, পেশাজীবী সংগঠক ইকবাল হাসান কাজল তার বাড়িতে উপস্থিত ছিলেন। তাদের স্বাগত জানান শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খাইরুল কবির মণ্ডল আজাদ, ও পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার ও সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী।

এ বৈঠকের মধ্য দিয়ে কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র ১নং যুগ্ম আহ্বায়ক, বিএনপির মনোনীত গাজীপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে শ্রীপুর উপজেলা বিএনপিতে দীর্ঘদিনের বিভক্তি কাটিয়ে ঐক্যের নতুন অধ্যায় সূচিত হয়।

এ সময় উপস্থিত সবাইকে নিজ হাতে মিষ্টি খাইয়ে দেন গাজীপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *