গাজীপুর: টঙ্গীতে মহান বিজয় দিবসে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মোনাজাত হয়েছে। এরপর সৃষ্ট জমায়েত দলীয় প্রার্থী পরিবর্তনের দাবীতে গণ মিছিল করেছে মহাসড়কে।
আজ মঙ্গলবার(১৬ ডিসেম্বর) বিকেলে টঙ্গীর শফিউদ্দিন সরকার একাডেমি মাঠ থেকে শুরু হওয়া গণমিছিলটি ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
জানা যায়, গাজীপুর–২ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গাজীপুরের টঙ্গীতে বিশাল গণ মিছিল করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মিছিলে নেতৃত্ব দেন গাজীপুর মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার ও মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক সালাহ উদ্দিন সরকার। মিছিল শুরুর আগে টঙ্গী শফিউদ্দিন সরকার একাডেমি মাঠে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, গাজীপুর–২ আসনে জনগণের প্রত্যাশা ও তৃণমূল নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা দলীয় ঐক্যের জন্য ক্ষতিকর হবে। তারা জোর দিয়ে বলেন, “জনগণ যেদিকে, তৃণমূল নেতাকর্মীরা যেদিকে—মনোনয়নও সেদিকেই যেতে হবে।” সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান তারা।
হাসান উদ্দিন সরকারের সভাপতিত্বে এবং মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভাটের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক সালাহ উদ্দিন সরকার, সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সরাফত হোসেন, সরকার শাহনূর ইসলাম রনি প্রমুখ।
সভাপতির বক্তব্যে হাসান সরকার নিজেকে গাজীপুর সিটিকরপোরেশনের মেয়র প্রার্থী ও তার চাচাত ভাই সালাউদ্দিন সরকারকে গাজীপুর-২ আসনে বিএনপির প্রার্থী করার দাবী জানান। দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষনা দেন তিনি।
প্রসঙ্গত: গাজীপুর -২ আসনে গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনিকে বিএনপি দলীয় মনোনয়ন দিয়েছে। এই মনোনয়ন বাতিল করে টঙ্গীর সরকার পরিবারে মনোনয়ন নেয়ার জন্য আন্দোলন করছে টঙ্গী বিএনপির নেতা-কর্মীরা।

