নিরাপত্তা আতঙ্কে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ধানের শীষের প্রার্থী

Slider ফুলজান বিবির বাংলা

নারায়ণগঞ্জ: পারিবারিক ও নিরাপত্তার কথা ভেবে নারায়ণগঞ্জ-৫ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। এ সময় তার আকস্মিক সিদ্ধান্তে উপস্থিত সাংবাদিক ও অনুসারীদের মধ্যে বিস্ময় দেখা যায়।

মাসুদুজ্জামান মাসুদ বলেন, “পারিবারিক কারণসহ নিরাপত্তা সংক্রান্ত একাধিক বিষয় আমাকে এই নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য করেছে। সব কথা প্রকাশ্যে বলা সম্ভব নয়। আমি আমার নেতাকর্মী এবং বন্দর উপজেলার বাসিন্দাদের কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।” তিনি আরও বলেন, “এই আসনে যিনিই নির্বাচন করবেন, তার প্রতি আমার সমর্থন থাকবে।”

সাংবাদিকদের একাধিক প্রশ্নের জবাবে তিনি জানান, তার সিদ্ধান্তের পেছনে ব্যক্তিগত বিষয় জড়িত। তিনি বলেন, “আমার পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। পরিবারের সঙ্গে এ বিষয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে পারিনি।”

তবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পেছনে সরকারের নিরাপত্তা ব্যর্থতা বা দলীয় মনোনয়ন পরিবর্তনের কোনো কারণ নেই বলেও স্পষ্ট করেন বিএনপি মনোনীত এই প্রার্থী।

মাসুদুজ্জামান বলেন, “এটা এমন নয় যে সরকার আমাকে নিরাপত্তা দিতে পারছে না বা দল অন্য কাউকে মনোনয়ন দিচ্ছে। সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত থেকেই আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *