গাজীপুর জেলা প্রেসক্লাবের পুষ্পার্ঘ্য অর্পণ

Slider গ্রাম বাংলা


গাজীপুর: গাজীপুর জেলা প্রেসক্লাবের নেতৃত্বে বেশ কয়েকটি সংগঠন গাজীপুর শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেছে।

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ১৬ ডিসেম্বর ভোরে গাজীপুর কেন্দ্রীয় শহীদ বেদিতে গাজীপুর জেলা প্রেসক্লাব, ভাওয়াল গড় বাঁচাও আন্দোলন ও চেতনা গাজীপুর যৌথভাবে এই পুষ্পস্তবক অর্পণ করে।

গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ও ভাওয়াল গড় বাঁচাও আন্দোলনের মহাসচিব রিপন আনসারীর নেতৃত্বে পুষ্পস্তবক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: শফিকুল ইসলাম ভুইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল মাস্টার ও মো: আক্তার হোসেন, অর্থ সম্পাদক ডাঃ বোরহান উদ্দিন অরণ্য, সাংগঠনিক সম্পাদক আলী আজগর খান পিরু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: জাকারিয়া ও শামীম মোহাম্মদ ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম মোহাম্মদ সহ অনেকে।

অপরদিকে গাজীপুর জেলা ও পুলিশ প্রশাসন, জিএমপি, গাজীপুর সিটিকরপোরেশনের, বিএনপি, ভাওয়াল টাইগার্স ক্লাব সহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান, সংস্থা ও বিভিন্ন সামাজিক সংগঠন অনুরুপ রাষ্ট্রীয় কর্মসূচি পালন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *