
ছবি( গুলিবিদ্ধ আরিফ হোসেনকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে নেয়া হচ্ছে)
গাজীপুর: টঙ্গীর আনারকলি রোডে ছিনতাইকারীরা গুলি করে বিকাশ এজেন্টের ১৪ লাখ ৭৭ হাজার টাকা ছিনতাই করেছে। এসময় ছিনতাইকারীদের গুলিতে বিকাশ এজেন্টের কর্মচারী গুলিবিদ্ধ সহ দুই জন গুরুতর আহত হয়েছেন।
গতকাল শনিবার(১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার সময় টঙ্গীর আনারকলি রোডে এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ বিকাশ এজেন্টের কর্মচারী আরিফ হোসেন(৩৫) টঙ্গীর দত্তপাড়া হাউজ বিল্ডিং এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। এসময় আহত সহকারীর নাম আজাদ, তিনি একই এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, আরিফ একজন বিকাশ এজেন্টের কর্মচারী। তিনি তার সহকারী আজাদকে নিয়ে টঙ্গী বাজারের বিভিন্ন বিকাশের দোকান থেকে বিকাশ এজেন্টের ১৪ লাখ ৭৭ হাজার টাকা তোলে টঙ্গী পূর্ব থানাধীন আনারকলি রোডের ৮নং মা সফুরুন্নেছা সুপার মার্কেটের সামনে আসেন। এখানে আসা মাত্রই আগে থেকে উৎপেতে থাকা ছিনতাইকারীা প্রথমে আরিফ হোসেনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ভিকটিমের ডান পাশে বুকের নিচে গুলি লাগে এবং বাম পাশে বুকে গুলির স্লিপ করা দাগ সৃষ্টি হয়।
একই সময়ে সন্ত্রাসীরা ভিকটিমের সহকারী আজাদকেও ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে গুরুতর জখম করে। এতে তারা দুই জন গুরুতর আহত হলে ছিনতাইকারীরা আহতদের সাথে থাকা প্রায় ১৫ লাখ টাকা ছিনতাই করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অত:পর আশপাশের লোকজন গুলিবিদ্ধ ভিকটিম আরিফ হোসেন ও আহত সহকারী আজাদকে উদ্ধার দ্রুত টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়।
টঙ্গী সরকারি হাসপাতালের কর্তব্যরত সহকারী সার্জন ডা. মোসাঃ নাহিদা সুলতানা জানান, গুলিবিদ্ধ ভিকটিমের রক্তক্ষরণ বন্ধ করার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আহত অপর জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ( ওসি) মেহেদী হাসান কে বলেন, গুলি করে ১৪ লাখ ৭৭ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
