গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

Slider গ্রাম বাংলা


গাজীপুর: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহর ওপর হামলার প্রতিবাদ এবং দোষীদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গাজীপুর মহানগর বিএনপি। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিয়েছেন গাজীপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি।

আজ শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে মহানগরের রথখোলা এলাকায় হাদী ও এরশাদ উল্লাহর ওপর হামলার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শিববাড়ি মোর এলাকায় গিয়ে শেষ হয়।

সমাবেশে অংশ নিয়ে এম. মঞ্জুরুল করিম রনি, শরীফ ওসমান হাদির ওপরে গুলি বর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবী জানিয়ে বলেন, এটি পরিকল্পিত হামলা। নির্বাচন বানচালের জন্য এটি একটি গভীর ষড়যন্ত্রের অংশ। এসময় তিনি চট্রগ্রাম বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহর ওপর হামলার নিন্দা ও দায়ীদের গ্রেফতারের দাবী জানান।

তিনি আরো বলেন, দেশে পতিত আওয়ামী সন্ত্রাসী চক্রের সঙ্গে একটি অশুভ শক্তি আঁতাত করে নির্বাচন বানচালের চেষ্টা চালিয়ে যাচ্ছে। যারা এই অশুভ শক্তির সাথে আঁতাত করে ষড়যন্ত্রের মাধ্যমে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে, দেশের জনগণ আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তাদের প্রতিহত করবে।

মিছিলে অংশগ্রহণকারী সিনিয়র নেতাদের মধ্যে রয়েছেন, বিএনপি নেতা আহমেদ আলী রূশদী, এডভোকেট শহীদুজ্জামান, অ্যাডভোকেট আব্দুস সালাম, সাবেক কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, হাসান আজমল ভূইয়া, সুরুজ আহমেদ, জয়নাল আবেদীন তালুকদার, এডভোকেট সাইফুল ইসলাম মোল্লা, এডভোকেট নাসির উদ্দিন নাসির, সাংবাদিক দেলোয়ার হোসেন, খান জাহিদ, আতাউর রহমান, গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদুল হাসান রাজু,গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক ফারহাজ বিন ফয়েজ প্রবাল, ইমরান রেজা, গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুরসহ বিপুল সংখ্যক বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *