
গাজীপুর: বাতিল হওয়া গাজীপুর-৬ নির্বাচনী এলাকার তিন প্রার্থী সহ চার এমপি প্রার্থী ধানের শীষের প্রার্থীকে সমর্থন করে দলীয় প্রতীকের পক্ষে একাট্টা হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) টঙ্গীতে এই ঘটনা ঘটে।
গাজীপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী এম মনজুরুল করিম রনির পক্ষে এক জোট হওয়া পাঁচ এমপি প্রার্থী হলেন, বাতিল হওয়া গাজীপুর-৬ আসনের প্রার্থী গাজীপুর মহানগর বিএনপির সাবেক প্রথম যুগ্ম আহবায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা আরিফ হাওলাদার, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন ও সদরের গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহবায়ক সদস্য হান্নান মিয়া হান্নু।
এদিকে বেলা ১২ টার এম মনজুরুল করিম রনি টঙ্গীর প্রবীণ নেতা হাসান উদ্দিন সরকার ও সালাউদ্দিন সরকারের বাসায় যান কিন্তু তাদের সাথে দেখা হয়নি। বাসায় না থাকায় এই সাক্ষাৎ হয়নি বলে বলছে বিএনপি নেতারা। এসময় রনির সাথে ছিলেন বাতিল হওয়া গাজীপুর-৬ আসনের প্রার্থী রাকিব উদ্দিন সরকার পাপ্পু, আরিফ হাওলাদার, সরকার জাবেদ আহমেদ সুমন, গাজী সালাউদ্দিন সহ অনেক বিএনপি নেতা। এরপর টঙ্গী বাজার মসজিদে জুমার নামাজ আদায় শেষে এম মনজুরুল করিম রনি চলে যান পূর্বঘোষিত গণমিছিল স্থল টঙ্গীর সেনাকল্যান ভবন এলাকায়। কিন্তু এই এলাকায় হাজার হাজার মানুষ মিছিল ও বাধ্য বাজিয়ে গণমিছিলের প্রস্তুতি নেয়। কিন্তু বেশী মানুষ দেখে প্রার্থী গাড়ি থেকে না নেমে গাড়িতে বসেই ভোটারদের সাথে করমর্দন করে ঢাকায় চলে যান।
