
ছবি( আজ বৃহস্পতিবার টঙ্গীতে ধানের শীষের পক্ষে মিছিল)
গাজীপুর : গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির পক্ষে নির্বাচনী গণসংযোগ ও মিছিল হয়েছে।
আজ বৃহস্পতিবার(১১ ডিসেম্বর) বিকেলে টঙ্গীর মিল গেট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে আশপাশের বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে পুনরায় মিলগেট এলাকায় গিয়ে শেষ হয়।
গাজীপুর মহানগর বিএনপির সাবেক সদস্য ও ৫৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল হাসেমের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে আরও উপস্থিত ছিলেন, অবিভক্ত টঙ্গী থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জামাল উদ্দিন, গাজীপুর মহানগর যুবদলের সদস্য আব্দুর রহমান বাবু, আজিজুর রহমান টিপু, টঙ্গী পশ্চিম থানা যুবদলের যুগ্ম আহবায়ক হারুন উর রশিদ, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রশিদ সোহেল, টঙ্গী পশ্চিম থানা যুবদল নেতা সাইফুল, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রশিদ সোহেল, সোহেল আহমেদ, গাজী ইসমাইল হোসেন জনিসহ ৫৫ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
গতকাল উচ্চ আদালতে গাজীপুর -৬(টঙ্গী – গাছা ও পূবাইলের আংশিক) বাতিল হওয়ার পর বাতিল আসনের এলাকা পড়ে যায় আগের আসন গাজীপুর-২( সদর- টঙ্গী) তে। নানা উদ্বেগ ও উৎকন্ঠার মধ্যে মনোনয়ন মেনে নিয়ে টঙ্গীতে গাজীপুর-২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এম মনজুরুল করিম রনির পক্ষে মিছিল করল বিএনপি।
