কালিয়াকৈরে ধানের শীষের মনোনয়নের চিঠি দেয়নি দল– ইশরাক

Slider গ্রাম বাংলা


কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ দেশনেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দ্রুত আরোগ্য কামনায় কালিয়াকৈরে ব্যাপকভাবে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার ঐতিহ্যবাহী বলিয়াদী জমিদার বাড়ি প্রাঙ্গণে উপজেলা বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আয়োজনস্থলজুড়ে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা পূর্ণ পরিবেশে মুখরিত হয়ে ওঠে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম সিকদার এবং পুরো অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব এম আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. ব্যারিস্টার চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক মাহমুদ সরকার, সদস্য সচিব মহসিন উজ্জামান।

এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিটের বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে প্রধান অতিথি ড. ব্যারিস্টার চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকী তাঁর বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া যখন অসুস্থ তখন কালিয়াকৈরে মনোনয়ন দেয়া হয়েছে, যার কোন চিঠি নেই। মনোনয়ন দিলে দলীয় প্রধানের স্বাক্ষর করা চিঠি থাকত। সীমানা সংক্রান্ত ফয়সালা হওয়ার পর গাজীপুর -১ আসনের সাথে নতুন জায়গা যুক্ত হওয়ায় তিনি মনোনয়ন চেয়ে আপিল করবেন বলে জানান। একই সঙ্গে কালিয়াকৈরে ধানের শীষের মনোনয়ন প্রাপ্ত মুজিবুর রহমানকে ইঙ্গিত করে তাকে আওয়ামীলীগের দোসর বলে অভিহিত করেন।

এই সভায় ইশরাক আরো বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের প্রতীক। আজ তিনি শারীরিকভাবে অসুস্থ থাকলেও দেশবাসীর ভালোবাসা, দোয়া ও সমর্থন তাকে পুনরায় সুস্থ করে তুলবে—এটাই আমাদের দৃঢ় বিশ্বাস। আমরা চাই তিনি দ্রুত আরোগ্য লাভ করে আবারও দেশের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিবেন। তার সুস্থতা দেশের মানুষের আশার প্রতীক।”

তিনি আরও বলেন, “বিএনপি দেশ ও জনগণের অধিকার রক্ষায় সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। দেশনেত্রীর নির্দেশনা ও অনুপ্রেরণা আমাদের শক্তি। আজকের এই দোয়া মাহফিলে আপনারা যে আন্তরিকভাবে উপস্থিত হয়েছেন, এটি প্রমাণ করে যে কালিয়াকৈরের মানুষ এখনও দেশনেত্রীর প্রতি অগাধ ভালোবাসা ও শ্রদ্ধা রাখে।”

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু, উন্নত স্বাস্থ্য, এবং দেশের সার্বিক শান্তি-সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় সকল উপস্থিত নেতাকর্মী দেশনেত্রীর সুস্থতার জন্য হাত তুলে প্রার্থনা করেন।

অভিযোগের বিষয়ে জানতে গাজীপুর-১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রাপ্ত মুজিবুর রহমান কে একাধিকবার ফোন ও হোয়াটসঅ্যাপে প্রশ্ন লিখে বক্তব্য জানতে চেয়েও সাড়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *