ছবি( উচ্চ আদালতে আদেশ জানতে বিলুপ্ত গাজীপুর-৬ আসনের কয়েকজন এমপি প্রার্থী)
গাজীপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগ মুহূর্তে গাজীপুর-৬ আসন বাতিল করেছে উচ্চ আদালত। ফলে নতুন আসনের টঙ্গী, পূবাইলের আংশিক ও গাছা থানা আবার ফিরে গেলো গাজীপুর-২ আসনে। এতে সদ্য বিলুপ্ত হওয়া গাজীপুর -৬ আসনে মাঠে থাকা বিএনপি সহ প্রার্থী দেয়া রাজনৈতিক দলগুলোর নেতা কর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। হতাশ হয়েছেন এতদিন প্রচারণা চালানো প্রায় ডজন খানেক এমপি প্রার্থী
আজ বুধবার( ১০ ডিসেম্বর) আপিল বিভাগ এ আদেশ দেন।
জানা গেছে, বাগেরহাটের চারটি আসন থেকে একটি কমিয়ে তিনটি আসন করে নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এতে বাতিল হয়ে গেছে নতুন আসন গাজীপুর -৬। এর আগে গত ১৬ সেপ্টেম্বর বাগেরহাটের চারটি সংসদীয় আসন বহাল করতে কেন নির্দেশনা দেয়া হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন হাইকোর্ট। একইসঙ্গে বাগেরহাটের চারটি আসন থেকে একটি কমিয়ে তিনটি করে নির্বাচন কমিশনের গেজেট কেন অবৈধ হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়। নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। সেদিন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
জানা গেছে, ১৯৬৯ সাল থেকে বাগেরহাটে চারটি সংসদীয় আসনে নির্বাচন হয়ে আসছিল। সে অনুযায়ী বাগেরহাট-১ ছিল চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট; বাগেরহাট-২ ছিল বাগেরহাট সদর-কচুয়া; বাগেরহাট-৩ ছিল রামপাল-মোংলা এবং বাগেরহাট-৪ ছিল মোরেলগঞ্জ-শরণখোলা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ৩০ জুলাই তিনশ’ আসনের সীমানা নির্ধারণের খসড়া প্রকাশ করে ইসি। যেখানে ৩৯টি আসনে ছোটখাটো পরিবর্তন ছাড়াও ভোটার ও জনসংখ্যার সামঞ্জস্য আনতে বাগেরহাটের একটি আসন কমিয়ে তিনটি এবং গাজীপুরে একটি বাড়িয়ে ছয়টি নির্ধারণ করা হয়। এরপর দাবি-আপত্তির শুনানি শেষে ৪ সেপ্টেম্বর চূড়ান্ত সীমানা নির্ধারণ করে গেজেট প্রকাশ করে। সেখানেও বাগেরহাটে তিনটি এবং গাজীপুরে ছয়টি আসন করার আগের সিদ্ধান্ত বহাল রাখা হয়। এছাড়া ১৪টি আসনে ৪২টি আসনে পরিবর্তন আনা হয়।
এদিকে গাজীপুর-৬ ( টঙ্গী-গাছা- পূবাইল আংশিক) আসনে এতদিন এমপি প্রার্থী হিসেবে প্রচার প্রচারণা চালানো এমপি প্রার্থীরা এখন হতাশ। বিলুপ্ত এই আসনে বিএনপি মনোনয়ন না দিলেও ধানের শীষ চেয়ে প্রচারণায় ছিলেন ৭/৮ জন বিএনপি নেতা। জামায়াতে ইসলাম, এনসিপি, খেলাফতে মজলিস সহ নির্বাচনে অংশ নেয়া অনেক দলই গাজীপুর-৬ আসনে প্রার্থী দেয়। আর প্রার্থীরা দীর্ঘ সময় ধরে প্রচারণা চালিয়ে আসছিল। নতুন এই আসন বাতিল হওয়ায় ভাঙাচোরা অবস্থা থেকে আগের সীমানায় ফিরে গেছে গাজীপুর ১,২ ও ৫ আসন।
এ বিষয়ে বাতিল হওয়া গাজীপুর-৬ আসনের কোন প্রার্থী গণমাধ্যমে কোন কথা বলতে আপাতত রাজি হননি। তবে তারা অনেকেই অনানুষ্ঠানিকভাবে বলেছেন, মাত্র আদেশ হল। পরবর্তী সময় আমরা এক সাথে বসে করনীয় ঠিক করব। আপাতত কোন মন্তব্য নেই।

