
গাজীপুর: নিজের বেতন থেকে মাসে ১৮ হাজার টাকা দিয়ে অবৈধভাবে হাইস্কুল চালান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ৯ বছর ধরে এই কর্মযজ্ঞ চললেও নেই কোন ব্যবস্থা।
অনুসন্ধানে জানা যায়, গাজীপুর সদর উপজেলার দক্ষিন সালনার নাগা এলাকায় ১৫০ নম্বর যোগীরগোপা সরকারী প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে সুফিয়া খাতুন প্রধান শিক্ষক হিসেবে ২০০৪ সাল থেকে কর্মরত রয়েছেন। স্কুলটি ২০১১ সালে এমপিও ভুক্ত হয় ও সরকারীকরন হয় ২০১৩ সালে। এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৭ সালে হাইস্কুল চালু হয়। হাইস্কুলে আগে ৫৩ জন শিক্ষার্থী ছিল। এখন অর্ধেক আছে। এই হাই স্কুলে ৪ জন শিক্ষক। শিক্ষকদের ঘন্টায় ১২০০ টাকা বেতন।
প্রধান শিক্ষক সুফিয়া খাতুন বলেন, তিনি মাসে ৩৩ হাজার টাকা বেতন পান। এর থেকে ১৮ হাজার টাকা দিয়ে হাইস্কুল চালান।
স্থানীয় সূত্র জানায়, প্রধান শিক্ষক উপজেলা শিক্ষা অফিসারকে মাসোয়ারা দিয়ে অবৈধভাবে প্রাথমিক বিদ্যালয়ে হাইস্কুলের কার্যক্রম পরিচালন করছেন দীর্ঘ দিন থেকে। সেই সাথে ভুয়া ছাত্র দেখিয়ে উপবৃত্তি, বই বানিজ্য সহ নানা ধরনের দূর্নীতি করে আসছেন। তার এই কাজে স্থানীয় কয়েক লোক ও সংশ্লিষ্ট সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সরাসরি জড়িত।
এ বিষয়ে গাজীপুর জেলা শিক্ষা অফিসার মাসুদ ভূইয়া জানান, একজন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবৈধভাবে হাইস্কুল চালানোর প্রশ্নই আসে না। আমি বিষয়টি দেখছি।
