আমরা আসছি আপনার দুয়ারে। আপনি প্রস্তুত তো!

Slider বাংলার সুখবর


ঢাকা: অবহেলিত গ্রামবাংলার না বলা কথা বলতে গ্রামবাংলানিউজটোয়েন্টিফোরডটকমের যাত্রা শুরু হয়েছিল ২০১৪ সালের ১ জানুয়ারী। হাঁটি হাঁটি পা পা করে শত বাঁধা বিপত্তি অতিক্রম করার পর এখন ১১ বছর চলছে। এই পথচলায় সবার সহযোগিতায় কৃতার্থ আমরা। আগামী দিনে সকলের আরো বেশী সহযোগিতা প্রত্যাশা করছি। প্রযুক্তির এই আধুনিকায়নের যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমের দখলে যখন বিশ্ব ঠিক তখনি গ্রামবাংলার অবহেলিত জনপদের না বলা কথা সারা বিশ্বে ছড়িয়ে দিতে আমরা আসছি আপনার দুযারে। এই অভিযানে আগামী এক সপ্তাহের মধ্যেই শুরু হচ্ছে গ্রামবাংলানিউজের বিশেষ আয়োজন “গ্রামের খবর“ নামে জনপদের আড্ডা। গণমাধ্যমের গতানুগতিক ধারাকে চ্যালেঞ্জ করে আমরা পৌছে যাবো আপনার বাড়ির উঠানে, মাঠে ময়দানে, খাল বিল ও নদী নালায়। যে যেখানে আছেন সেখানেই পৌছবে গ্রামের খবরের ক্যামেরা। যারা নেটদুনিয়ার বাইরে আমরা যাব তাদের কাছেও। আমরা আসছি। আপনি প্রস্তুত তো!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *