গাজীপুর: টঙ্গী ফ্লাইওভারে ছিনতাইকারীর ছুঁরিকাঘাতে সিদ্দিকুর রহমান নিহত হওয়ার প্রতিবাদে টঙ্গী পূর্ব থানা সামনে সংযোগ সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। বিক্ষোভে আলোচিত স্লোগান ও ব্যানার ছিল, টাকা লাগলে টাকা নে, আমার বাবাকে ফিরায়দে, চলো যাই যুদ্ধে ছিনতাইকারীদের বিরুদ্ধে, আর কত মানুষ মরলে পুলিশের ঘুম ভাঙবে, আমার টাকায় পুলিশ চলে নিরাপত্তা দেয় না কেন, জনতার দাবী একটাই ছিনতাইমুক্ত জনপদ চাই, ইত্যাদি।
আজ সোমবার(৮ ডিসেম্বর) বেলা সোয়া ১১ টা থেকে ১২ টা পর্যন্ত টঙ্গী পূর্ব থানার প্রধান ফটকের সাননে এই অবরোধ ও মানববন্ধন হয়।
স্থানীয়রা জানায়, শনিবার সকাল ৭ টার দিকে টঙ্গীতে ফ্লাইওভারে ছিনতাইকারীর উপর্যুপরি ছুঁরিকাঘাতে সিদ্দিকুর রহমান (৫৭) নামে এক বিদুৎ কর্মচারী খুন হয়। এই ঘটনার প্রতিবাদে গতকাল রবিবার টঙ্গীতে একাধিক মানববন্ধন হয়। এর কিছুক্ষণ পর সন্ধ্যায় টঙ্গীর মাজার বস্তি থেকে র্যাব-১ ইমরান(৩০) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ছিনতাইকারী ইমরান ভিকটিম সিদ্দিকুর রহমানকে খুনের কথা স্বীকার করেছে বলে র্যাব গতরাতে সাংবাদিক সম্মেলন করে জানায়।
আন্দোলনকারীরা জানায়, সাম্প্রতিক সময়ে টঙ্গীতে ছিনতাইকারীদের হাতে একাধিক ব্যাক্তি খুন ও আহত হওয়ার পরও ছিনতাই থামছে না। এতে ক্ষুব্ধ হয়ে তারা আন্দোলনে নামেছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা জাকারিয়া রিসাল, মো. মিলন, ইয়াসিন, শাকিল, আকিব, সোহেল রানা, মো. জসিম, ফয়সাল আহাম্মেদ, ফাহিম বখতিয়ার ও আবু বক্কর সিদ্দিক সহ অনেকে।

