মাদক ও ছিনতাইয়ের বিরুদ্ধে থানার ভেতরে- বাইরে একাধিক মানববন্ধন

ফুলজান বিবির বাংলা

গাজীপুর: টঙ্গীতে মাদক ও ছিনতাইয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স’ নীতি গ্রহণ ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি উন্নয়নে প্রশাসনের জোরদার ভূমিকার দাবিতে টঙ্গী থানার ভেতরে ও বাইরে একাধিক মানববন্ধন হয়েছে। সাম্প্রতিক সময়ে ছিনতাই ও খুন বেড়ে যাওয়ায় এলাকাবাসী এই কর্মসূচি পালন করেন।

রবিবার (৭ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত এসব মানববন্ধন হয়।

জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে চেরাগআলী এলাকায় টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের উদ্যোগে মাদক ও ছিনতাইয়ের বিরুদ্ধে মানববন্ধন পালিত হয়। মানববন্ধনে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা এলাকায় অবিলম্বে চিহ্নিত ছিনতাইকারীদের আইনের আওতায় এনে ছিনতাই বন্ধ করার আহ্বান জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন,
ছাত্রদল নেতা রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারী, শাহাদাত হোসেন দিপুসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।

একই সময়ে ও দাবিতে স্টেশন রোডে আরও একটি মানববন্ধন হয়। বাংলাদেশ ইয়ুথ রেভুলেশন এর উদ্যোগে মানববন্ধনে সংগঠনের টঙ্গী সরকারি কলেজ শাখার মুখ্য সংগঠক সবুজ হোসেন ইকবাল, আহ্বায়ক: ফাহাদ ইসলাম ফুয়াদ, সদস্য সচিব সাকিবুর রহমানসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এদিকে, একই দাবিতে বেলা একটার দিকে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্যোগে টঙ্গীস্থ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ দক্ষিণ) এর কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে ছিনতাই বিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত প্রে কার্ড প্রদর্শন করেন শিক্ষার্থীরা। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষার্থী ফারদিন খান, জাহিদুর ইসলাম নাহিদ, ইফাজ, উমর, আরিফুল ইসলামসহ সাধারণ শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *