কালিয়াকৈরে মজিবুর- ইশরাক গ্রুপে তুমুল সংঘর্ষ, যানবাহন ও অফিসে আগুন

Slider বাংলার মুখোমুখি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর-১ আসনের মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। পাশাপাশি বিভিন্ন স্থানে নির্বাচনী ক্যাম্প ও মোটরসাইকেল ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

আজ রোববার (৭ ডিসেম্বর) বিকেলে কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের রাখালিয়াচালা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সদস্য সচিব ইসরাক সিদ্দিকীর সমর্থকরা বিক্ষোভ মিছিলের ডাক দেন। পূর্বঘোষিত এ কর্মসূচি চলাকালে হঠাৎ দুর্বৃত্তরা হামলা চালায়। এতে অন্তত ১০ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল এবং কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মনোনয়ন বঞ্চিত ইসরাক সিদ্দিকী দাবি করেন, গাজীপুর-১ আসনের মনোনয়ন নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। তার ধারাবাহিকতায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়। কিন্তু বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমানের অনুসারীরা তাদের ওপর হামলা চালায়। এ সময় হাতে-নাতে কয়েকজনকে আটক করা হয় বলেও তিনি জানান।

এদিকে রাত সাড়ে ৮ টায় ধানের শীষের প্রার্থী মজিবর রহমান তার বাসভবনে এক সাংবাদিক সম্মেলনে ডেকে ইশরাককে হামলার জন্য দায়ী করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *