ময়মনসিংহ প্রতিনিধি: “স্বারথপর এই দুনিয়ায় মানুষ ঠকালেও, সৃষ্টিকর্তা আপনাকে ঠকাবে না” এই স্ট্যাটাস দেয়ার ৫ দিন পর স্টোক করে মারা গেছেন জি এম সারোয়ার জাহান। তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্যানিটারি ইন্সপেক্টর পদে চাকুরী করেছেন।
অনুসন্ধানে জানা যায়, ১ ডিসেম্বর গাজীপুরের কালিয়াকৈর নিউ মার্কেট লোকেশন দিয়ে নিজের ফেসবুকে এই স্ট্যাটাস দেন ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নের সজনগাও গ্রামের মরহুম বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মাস্টারের ছেলে জিএম সারোয়ার জাহান। তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্যানিটারি ইন্সপেক্টর পদে চাকুরী করেছেন। এই স্ট্যাটাস দেয়ার ৫ দিন পর ৬ ডিসেম্বর তিনি আকস্মিকভাবে মৃত্যু বরণ করেন। আজ ৭ ডিসেম্বর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
অনুসন্ধান সূত্র বলছে, পারিবারিকভাবে জিএম সারোয়ার জাহান সাবলম্বী ছিলেন। সাংসারিকভাবে সচ্ছল সারোয়ার জাহান কেন হতাশ ছিলেন তা জানা যায়নি।


