
গাজীপুর: টঙ্গীতে রেললাইনে হেঁটে হেঁটে মোবাইলে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে সিফাত(২১) নামে এক ছাত্র নিহত হয়েছেন।
আজ রবিবার টঙ্গী রেলওয়ে জংশনে সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত সিফাত গাজীপুর জেলার কাপাসিয়া থানার রামপুর গ্রামের মোতাহার হোসেনের ছেলে। তিনি ঢাকার মিরপুরে একটি নার্সিং কলেজে তৃতীয় বর্ষে লেখাপড়া করত।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টা থেকে ১০ টার মধ্যে এগারসিন্দু এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে তিনি মারা যান। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, স্টেশনে থাকা লোকজন দেখেছেন, সিফাত রেললাইনে হেঁটে হেঁেট মোবাইলে কথা বলার সময় ট্রেনের নীচে কাটা পড়ে মারা যায়।
ঘটনার খবর পেয়ে টঙ্গী স্টেশনে আসা সিফাতের ক্লাশমেট সৌরভ জানান, শনিবার(৬ ডিসেম্বর) সিফাত কলেজ থেকে পরীক্ষার এডিমিট কার্ড নেয়। এরপর সে কিভাবে টঙ্গী আসল তা নিয়ে সন্দেহ রয়েছে।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক(এসআই) মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, রেললাইন দিয়ে হেঁটে মোবাইলে কথা বলার সময় ট্রেনের নীচে কাটা পড়ে এই মৃত্যুর ঘটনা ঘটে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
