টঙ্গীতে পাইপ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু, রাস্তার পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

Slider গ্রাম বাংলা

গাজীপুর: টঙ্গীর মিলগেট এলাকায় সাজিদ ওয়াশিং লি: নামের এক কারখানায় সুমন (৩৫) নামে এক শ্রমিক কাজ করার সময় বোরিং পাইপ থেকে পড়ে গিয়ে মারা গেছেন। আরেক ঘটনায় রাস্তার পাশ থেকে পুলিশ ফাহিম(২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে।

শনিবার( ০৬ ডিসেম্বর) টঙ্গীতে হামিম গ্রুপের প্রতিষ্ঠান সাজিদ ওয়াশিং ফ্যাক্টরিতে শ্রমিক মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত শ্রমিক সুমন টাঙ্গাইল জেলার গোপালপুর থানার জামতলা গ্রামের ফজলুল হকের ছেলে। তিনি সাজিদ ওয়াশিং কারখানায় শ্রমিকের কাজ করতেন।

পুলিশ জানায়, শনিবার দুপুরে কাজ করার সময় সুমন মিয়া পানির পাম্পের বোরিং পাইপ থেকে পড়ে আহত হয়। তাকে প্রথমে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল স্থানান্তর করা হয়। বিকেল সাড়ে ৪ টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এবিষয়ে হামিম গ্রুপের প্রকৌশলী মিজানুর রহমান বলেন, সুমন নামে একজন শ্রমিক মারা গেছেন। সাজিদ ওয়াশিং কারখানা আমাদের হলেও আমাদের সাথে চুক্তি আছে, যে কোন দূর্ঘটনার জন্য আমরা দায়ী না।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, এই ঘটনা কেউ বলেনি। না বললে শোনব কি করে।

এদিকে গতকাল শনিবার বিকেলে টঙ্গীর তালতলা সড়কের পাশ থেকে রিয়াদ হাসান ফাহিম (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ফাহিম কুমিল্লাা সদরের ঝাঁকুনিপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি কিছুদিন যাবত টঙ্গী পূর্ব থানা সংলগ্ন তালতলা সড়কের পাশে ভাসমান অবস্থায় বসবাস করে করছেন।

পুলিশ জানায়, বিকেল তিনটার দিকে ওই সড়ক দিযে চলাচলরত পথচারীরা একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান জানান, এখন পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি। নিহতের লাশ উদ্ধারপূর্বক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট এলে বিস্তাারিত জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *