টঙ্গীতে ফ্লাইওভারে খুন, রেললাইনের পাশে কার্টুনে মানুষের পায়ের খন্ড

Slider বিচিত্র

গাজীপুর: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী ফ্লাইওভারে উঠার সিঁড়িতে ছিনতাইকারীর ছুঁড়িকাঘাতে সিদ্দিকুর রহমান (৫৭) নামে এক ব্যাক্তি নিহত হয়েছে। এদিকে টঙ্গীর তুরাগ নদের রেলসেতুর উত্তর পাশে একটি পরিত্যাক্ত কার্টুনের ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় মানবদেহের একটি পায়ের গোড়ালী সহ নিচের অংশ উদ্ধার করেছে পুলিশ। বাকী অংশ উদ্ধারে অভিযান চলছে।

আজ শনিবার( ৬ ডিসেম্বর) সকালে টঙ্গীতে এসব ঘটনা ঘটে।

ছিনতাইকারীর ছুড়িকাঘাতে নিহত ব্যাক্তি বরিশাল জেলার বাবুগঞ্জ থানার গাজীপুর গ্রামের মৃত ইসমাইল ফকিরের ছেলে। তিনি টঙ্গীর মধুমিতা রোডে আপন নীড় নামক বাড়িতে ভাড়ায় থেকে ঢাকার কেরানীগঞ্জে একটি বিদ্যুৎ ট্রান্সমিটার তৈরী কারখানায় স্টোর অফিসার হিসেবে কাজ করতেন।

পুলিশ জানায়, ভিকটিম টঙ্গীর বাসা থেকে কর্মস্থল কেরানীগঞ্জে যাওয়ার সময় টঙ্গী ফ্লাইওভারে উঠতে গিয়ে সিঁড়িতে ছিনতাইয়ের শিকার হয়। এসময় ছিনতাইকারীরা উপর্যুপরি ছুঁড়িকাঘাত করে সর্বস্ব নিয়ে যায়। আহতের ডাক চিৎকারে আশপাশের কেউ এগিয়ে আসেনি। খবর পেয়ে পুলিশ আহতকে উদ্ধার করে হাসপাতালে আনলে ডাক্তার মৃত ঘোষণা করেন। লাশের গায়ে একাধিক রক্তাক্ত আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

নিহতের ছোটভাই ইদ্রিসুর রহমান জানান, আমার বড় ভাই কেরানীগঞ্জে কর্মস্থলে যাওয়ার সময় ছিনতাইকারীর ছুঁড়িকাঘাতে নিহত হয়েছে। আমরা ন্যায় বিচার চাই।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো: আতিকুর রহমান বলেন, নিহতের লাশ মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

এদিকে টঙ্গী রেলসেতুর উত্তর পাশে একটি পরিত্যক্ত কার্টুনে মানুষের একটি পায়ের খন্তিত অংশ উদ্ধার করেছে পুলিশ।। আজ শনিবার(৬ ডিসেম্বর) সকাল ১০ টায় পুলিশ এই পা উদ্ধার করে।

পুলিশ জানায়, টঙ্গী রেলওয়ে সেতুর উত্তর অংশে গরুহাটা মসজিদ সংলগ্ন রেল লাইনের পাশে অজ্ঞাত নামা এক ব্যক্তির পায়ের গোড়ালীর কাটা অংশ পাওয়া গেছে। একটি পরিত্যক্ত কার্টুনে রক্ত দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ পরিত্যাক্ত কার্টুনটি উদ্ধার করে ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় মানবদেহের একটি পায়ের গোড়ালী সহ নিচের অংশ পায়। ঘটনাস্থল রেলওয়ে পুলিশের হওয়ায় টঙ্গী পূর্ব থানা পুলিশ খন্ডিত পায়ের অংশ রেলওয়ে পুলিশকে দেয়। এটি কোনো পুরুষের না নারীর পায়ের অংশ, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে বলছে পুলিশ।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জিন্নাহ জানায়, এবিষয়ে জিডি করে বাকী অংশ উদ্ধারে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *