খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাবি ছাত্রদলের দোয়া মাহফিল

Slider বাংলার মুখোমুখি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার আশু সুস্থতা ও রোগমুক্তি কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা।

রোববার (৩০ নভেম্বর) বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে খতমে কোরআন পাঠের মাধ্যমে এই আয়োজন শুরু হয়ে বাদ যোহর দোয়া মাহফিলের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন শাওন, সাংগঠনিক সম্পাদক মো. নূর আলম ভূঁইয়া ইমনসহ বিশ্ববিদ্যালয় এবং এর অধীনস্থ হল কমিটিগুলোর নেতারা।

এ ছাড়া দোয়া মাহফিলে যোগ দেন– জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. লুৎফর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মো. আমিনুল ইসলাম তালুকদার, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মুজাদ্দেদী আলফেসানী এবং তথ্যবিজ্ঞান ও গ্রন্থগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মেজবাহ-উল-ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *