ঢাকা: প্রাথমিক শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রোববার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে নিজেদের দাবি নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একটি প্রতিনিধি দল। সাক্ষাতে তারা বেতন কাঠামো, পদোন্নতিসহ পাঁচ দফা দাবি তুলে ধরেন। জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘তাদের (প্রাথমিকের শিক্ষদের) জন্য স্বতন্ত্র পে-স্কেলের পরিকল্পনা নেই। প্রচলিত পে-স্কেলেই বেতন-ভাতা পাবেন তারা।’
শিক্ষকদের দাবিগুলো হলো- ৮ম বেতন কাঠামোতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকদের বেতন স্কেল প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকদের নিচের ধাপেই নির্ধারণ, প্রধান শিক্ষক পদে সরাসরি নিয়োগ বন্ধ করে সহকারী শিক্ষক পদ থেকে শতভাগ পদোন্নতি প্রদান, টাইম স্কেল বহালসহ যথাসময়ে যোগদান তারিখ অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট ১০ শতাংশ চক্রবৃদ্ধিহারে দেয়া, সদ্য জাতীয়করণ করা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সহকারী শিক্ষক পদে পদায়ন করে জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি ইত্যাদি।
বর্তমান নিয়মে প্রধান শিক্ষক পদে সরাসরি নিয়োগ হবে ৩৫ শতাংশ এবং পদোন্নতির মাধ্যমে হবে ৬৫ শতাংশ।