
গাজীপুর: অ্যাডভোকেট নজরুল ইসলাম খান বিকি গাজীপুর সিটি করপোরেশনের ৪০ নং ওয়ার্ড পুবাইলের জনপ্রিয় কাউন্সিলর। বর্তমান সরকার সিটি কর্পোরেশনের সকল জনপ্রতিনিধিকে বাতিল করায় তিনিও বাতিল হন। জনগনের চাপে দলীয় শৃঙ্খলা ভঙ করে নির্বাচন করায় বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করে। সম্প্রতি দল বহিষ্কার আদেশ প্রত্যাহার করায় তিনি দলে ফিরেন।
স্থানীয় সূত্র জানায়,বিএনপির সকল দুঃসময়ে রাজপথে থেকে কারা নির্যাতিত এই নেতা বিএনপির নীতি ও আদর্শ থেকে চুল পরিমান বিচ্যুত হননি। নিজে দুঃসময়ে থেকেও বিএনপির নেতা কর্মী সহ পুবাইল এলাকার আপামর জনমানুষের সেবায় নিয়োজিত ছিলেন সব সময়। নিজ দলে ফিরে আসায় পুবাইল এলাকার আপামর জনসাধারণ অসংখ্য জায়গায় মিষ্টি বিতরণ করে দিনটি সেলিব্রেট করেছেন।
সাধারণ মানুষের দাবী, দল ও সাধারণ মানুষের প্রিয় ও বিশ্বস্ত মানুষদের বিরুদ্ধে খারাপ সিদ্ধান্ত নেয়ার আগে একটু বিবেচনা করা উচিত।
