টঙ্গী: গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল করেছেন দল।
সোমবার (১৭ নভেম্বর) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে দ
লীয় নীতি ও সংগঠন পরিপন্থী কার্যকলাপের জন্য জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল- গাজীপুর মহানগর এর টঙ্গী পূর্ব থানা শাখার সদস্য সচিব সিরাজুল ইসলামী সাথীকে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে আজ (সোমবার) তার বহিস্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করা হলো।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান সিদ্ধান্তটি অনুমোদন করেন। দলের দপ্তর সম্পাদক (যুগ্ম-সম্পাদক পদমর্যাদা) কাজী আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এর আগে সিরাজুল ইসলাম সাথীকে চলতি বছরের ৬ জুলাই দল থেকে তাকে বহিষ্কার করা হয়।
সিরাজুল ইসলাম সাথী বলেন, আমি ষড়যন্ত্রের শিকার। কোনো অন্যায় কাজে জড়িত ছিলাম না। বহিষ্কারের বিষয়টি বিবেচনা করে আমাকে স্বপদে বহাল রাখায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
