শ্রীপুর( গাজীপুর) প্রতিনিধি: আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শ্রীপুরে মিছিল করেছে বিএনপি।
আজ সোমবার শ্রীপুরের মাওনা চৌরাস্তায় এই মিছিল হয়।
জানা যায়, আওয়ামীলীগের অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় বিশাল মিছিল হয়। গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাখাওয়াত হোসেন সবুজ ও শ্রীপুর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টারের নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি মহাসড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশ করে।
নেতৃবৃন্দের সাথে সমাবেশে বিএনপি নেতা প্রভাষক জহিরুল ইসলাম কাজল, নজরুল ইসলাম, কায়সার মীরধা খোকন, সাইফুল ইসলাম পলাশ প্রমূখ বক্তব্য দেন।

