গাজীপুরে সাবেক মন্ত্রী মরহুম অধ্যাপক মান্নান ও ব্রিগেডিয়ার হাসান ভোট দিবেন ২৫ শে নভেম্বর!

Slider টপ নিউজ


গাজীপুর রেডক্রিসেন্ট ইউনিটের চলমান নির্বাচনী কার্যক্রমের একাংশ —ছবি ফেসবুক থেকে নেয়া

গাজীপুর: আগামী ২৫ শে নভেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর জেলা ইউনিটের নির্বাচন। ভোটার তালিকা অনুসারে এই নির্বাচনে ভোটার হিসেবে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সাবেক মন্ত্রী মরহুম অধ্যাপক এম এ মান্নান ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মরহুম ব্রিগেডিয়ার জেনারেল ( অব:) কাজী মাহমুদুল হাসানের নাম রয়েছে।

অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর জেলা ইউনিটের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে ২৫ নভেম্বর। এই নির্বাচনে মোট ১৫৬৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার কথা। ভোটার তালিকা অনুসারে ভোট দিবেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সাবেক মন্ত্রী মরহুম অধ্যাপক এম এ মান্নান ভোটার নং ৪৪। একই দিনে ভোট দিবেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মরহুম ব্রিগেডিয়ার জেনারেল (অব:) কাজী মাহমুদ হাসান ভোটার নং ৬৩৩ ও মরহুম বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ বাচ্চু ভোটার নং ৬৯১। এছাড়াও এই নির্বাচনের ভোটার তালিকায় সাবেক মন্ত্রী আ ক মোজাম্মেল হক ভোটার নং ১৯ সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ভোটার নং ৮০৯ গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান ভোটার নং ১৯১।

নির্বাচন কমিশনের তফসিল অনুসারে আগামী ২৫ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। গোপন সূত্রে জানা যায়, একাধিক প্রার্থীর মনোনয়নপত্রে অসংখ্য কাটাকাটি ও বহু ভুল তথ্য রয়েছে। ফলে ভুলে ভরা তথ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন।

ভোটার তালিকায় একাধিক মৃত ব্যক্তিদের নাম ও মনোনয়নপত্রে কাটাকাটি ও ভুল তথ্যের বিষয়ে গাজীপুর রেডক্রিসেন্ট সোসাইটির ইউনিট অফিসার ও চলমান নির্বাচন কমিশনের সদস্য সচিব মোল্লা তৌহিদুল ইসলাম নয়ন বলেন, এসব বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। আমি নতুন এসেছি।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর ইউনিটের কার্যনির্বাহী কমিটির (২০২৫-২৭) নির্বাচন বিডিআরসিএস এর প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আমিন আল পারভেজ বলেন, রেড ক্রিসেন্ট এর কার্যনির্বাহী কমিটি আমাদেরকে একটি তালিকা দিয়েছে, সেই তালিকা অনুসারে ভোটার তালিকা তৈরি করা হয়েছে। এখানে মৃত ব্যক্তির নাম থাকলে বাদ যাওয়া উচিত ছিল। একাধিক মনোনয়নপত্রে ঘষামাজার বিষয়টি তিনি স্বীকার করে বলেন আপত্তি পাওয়া গেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিষয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর ইউনিটের চেয়ারম্যান ও জেলা প্রশাসকের দায়িত্বে থাকা আহম্মদ হোসেন ভূঁইয়া( উপসচিব) বলেন, ভোটার তালিকায় মৃত ব্যক্তির নাম অবশ্যই থাকা ঠিক না, রেড ক্রিসেন্ট সোসাইটির সাথে কথা বলে বিষয়টি খতিয়ে দেখছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *