জিএমপির নতুন কমিশনার ইসরাইল হাওলাদার

Slider গ্রাম বাংলা

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ইসরাইল হাওলাদার। তিনি শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন।

রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব আবু সাঈদ।

এর আগে গত ২ সেপ্টেম্বর গাজীপুরের কমিশনার ডিআইজি নাজমুল করিম খানকে প্রত্যাহার করে পুলিশ সদরদপ্তরে নেওয়া হয়। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এক চিঠিতে জিএমপি কমিশনারকে প্রত্যাহার করেন।

জানা গেছে, শিল্প পুলিশে দায়িত্ব পালনের আগে ডিআইজি ইসরাইল হাওলাদার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ছিলেন। তিনি বিসিএস পুলিশ ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়। আওয়ামী লীগ সরকারের আমলে পদবঞ্চিতের পাশাপাশি পুলিশের কম গুরুত্বপূর্ণ ইউনিটগুলোর দায়িত্ব পালন করেন তিনি। দীর্ঘদিন খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের দায়িত্বে ছিলেন।

আওয়ামী লীগ সরকার পতনের পর ইসরাইল হাওলাদারকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে পদায়ন করা হয়। পরে ভারপ্রাপ্ত যুগ্ম-পুলিশ কমিশনার (ক্রাইম) হন। ওই বছরের ২৭ আগস্ট ইসরাইল হাওলাদার ডিআইজি পদে পদোন্নতি পেয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার হন। গত ১৯ ডিসেম্বর ইসরাইল হাওলাদারকে বদলি করে শিল্পাঞ্চল পুলিশে পদায়ন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *