
মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চর ডুমুরিয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আরিফ মীর নামে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
রোববার (৯ নভেম্বর) রাত থেকে ভোর পর্যন্ত সংঘর্ষ চলাকালে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গভীর রাত থেকে ভোর পর্যন্ত ওই এলাকায় একের পর এক ককটেলের শব্দ শোনা গেছে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম ঢাকা পোস্টকে বলেন, সংঘর্ষে নিহত ব্যক্তির মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ রয়েছে।
