গাজীপুর: জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন, বাংলাদেশ (জেবিএবি) সোনালী ব্যাংক পিএলসি, গাজীপুর আয়োজিত “ঐতিহাসিক ৭ নভেম্বর ২০২৫ বিপ্লব ও সংহতি দিবস” উপলক্ষ্যে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ডা. মাজহারুল আলম, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি ও কেন্দ্রীয় উপদেষ্টা, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ – ড্যাব।
প্রধান আলোচক ডা. মাজহার বলেন ” আমি জিয়া বলছি” – এই কণ্ঠেই একাত্তরে এসেছিল স্বাধীনতার ঘোষণা, আবার এই কণ্ঠেই ১৯৭৫ সালের ৭ নভেম্বরে দিশেহারা জাতি খুঁজে পেয়েছিল নতুন পথ। ৭ই নভেম্বরের সিপাহী-জনতার অভ্যুত্থান শুধু রাজনৈতিক শূন্যতা পূরণই করেনি, এটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রেও এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছিল। এই বিপ্লব একদিকে যেমন জিয়াউর রহমানকে মুক্ত করে, তেমনি দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে সুসংহত করে।”
এছাড়াও উপস্থিত ছিলেন ওমর ফারুক শাফিন সদস্য জাতীয় নির্বাহী কমিটি. বিএনপি, এ্যাড. মেহেদী হাসান এলিস সভাপতি গাজীপুর মেট্রো থানা, বিএনপি, যুগ্ন সম্পাদক গাজীপুর মহানগর জিয়া পরিষদ মোঃ মাফিকুর রহমান সেলিম,সাবেক দপ্তর সম্পাদক গাছা থানা বিএনপি মোঃ আলম মাষ্টার, সাবেক দপ্তর সম্পাদক জেলা জিয়া পরিষদ মোঃ সাইফুল মোল্লা, সাধারণ সম্পাদক নার্সেস এসোসিয়েশন অব বাংলাদেশ ন্যাব নাজমূল হাসান।

