গাজীপুরে বিপ্লব ও সংহতি দিবস পালিত

গ্রাম বাংলা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুরে বিএনপি আয়োজিত এক বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মহানগরীর শিববাড়ী মোড় থেকে শুরু হওয়া স্মরণকালের অন্যতম বৃহত্তম এ শোভাযাত্রা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত শোভাযাত্রায় নেতৃত্ব দেন মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার এবং সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি। এতে মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।

শোভাযাত্রার শুরুতে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় সভাপতিত্ব করেন শওকত হোসেন সরকার এবং সঞ্চালনা করেন এম. মঞ্জুরুল করিম রনি। সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম, গাজী সালাহউদ্দিন, বিএনপি নেতা আহমেদ আলী রুশদী, এ্যাড. শহিদুজ্জামান, এ্যাড. সিদ্দিকুর রহমান, এ্যাড. মেহেদী হাসান এলিস, এ্যাড. আব্দুস সালাম, আ ক ম মোফাজ্জল হোসেন, প্রভাষক বশির উদ্দিন, সুরুজ আহমেদ, জয়নাল আবেদীন তালুকদার, বশির আহমেদ বাচ্চু, মনিরুল হোসেন, আসাদুজ্জামান আসাদ, অধ্যাপক নজরুল ইসলাম, সাইফুল ইসলাম টুটুল, এ্যাড. সাইফুল ইসলাম মোল্লা, ও সাংবাদিক দেলোয়ার হোসেন প্রমুখ।

এদিকে, দিবসটি উপলক্ষে গাজীপুর জেলা বিএনপি বিকালে রাজবাড়ী রোডস্থ জেলা কার্যালয় থেকে আরেকটি বিশাল শোভাযাত্রা বের করে। এতে জেলা বিএনপির আহ্বায়ক ও গাজীপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন, যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর-৫ আসনের বিএনপি প্রার্থী ডা. রফিকুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী, এবং যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর-৪ আসনের বিএনপি প্রার্থী শাহ রিয়াজুল হান্নান বক্তব্য রাখেন।

বক্তারা ৭ নভেম্বরের সিপাহী বিপ্লবের চেতনায় অনুপ্রাণিত হয়ে ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *