ধানখেতে দাঁড়িয়ে বিএনপির মনোনয়নপ্রত্যাশীর ‘রিভিউ আবেদন’

Slider বিচিত্র

ধানখেতে দাঁড়িয়ে ক্রিকেটীয় ভঙ্গিতে হাতে রিভিউ ইঙ্গিত করে মনোনয়ন পুনর্বিবেচনার অভিনব প্রতিবাদে আলোচনায় ফেনী জেলা বিএনপির সদস্য সচিব ও ফেনী-২ আসনে মনোনয়নপ্রত্যাশী আলাল উদ্দিন আলাল। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবি ঘিরে জেলাজুড়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা

ধানখেতে গিয়ে হাত উঁচিয়ে ছবিটি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুক্রবার (৭ নভেম্বর) সকালে একটি পোস্ট করেন তিনি। এ নিয়ে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অনেকে তার সঙ্গে একাত্মতা প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিচ্ছেন। অনেকে আবার প্রার্থী বাছাইয়ে দলীয় সিদ্ধান্তের সমালোচনা করে ভিন্নমত পোষণ করছেন।

জানা গেছে, ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। কিন্তু গত ৩ নভেম্বর বিএনপি মহাসচিব ঘোষিত সংসদ সদস্য প্রার্থী তালিকায় তার নাম ছিল না। এ নিয়ে প্রতিবাদস্বরূপ ও নতুন করে মনোনয়ন পুনর্বিবেচনার জন্য দলের হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করে ধানখেতে গিয়ে ক্রিকেটীয় ভঙ্গিতে ‘রিভিউ’র জন্য আবেদন করেন তিনি। ব্যতিক্রমী প্রতিবাদের সেই মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ছবির ক্যাপশনে আলাল উদ্দিন আলাল লেখেন, ‘নো ক্যাপশন।’

এ ব্যাপারে জানতে চাইলে আলাল উদ্দিন আলাল ঢাকা পোস্টকে বলেন, অহিংসভাবে দলের কাছে মনোনয়ন পুনর্বিবেচনার আবেদন জানানোর উদ্দেশেই এ রিভিউর বিষয়টি করেছি। এটি যেহেতু দলের চূড়ান্ত মনোনয়ন নয়, সেজন্যই প্রার্থী পরিবর্তনের জন্য আমরা রিভিউ আবেদন করছি। এ প্রজন্মের প্রতিবাদের ভাষার সঙ্গে সামঞ্জস্য রেখেই আমার ব্যতিক্রমী এ কাজ। এই ফেনী একসময় লেবানন বা মৃত্যুপুরী হিসেবে খ্যাত ছিল, সেদিক থেকে এখানে প্রতিবাদের ভাষাও যে এখন পরিবর্তন হয়ে গেছে তা এ রিভিউ আবেদনের মাধ্যমে তুলে ধরেছি।

এদিকে বিএনপির এ মনোনয়নকে ঘিরে ফেনীতে দলটির অভ্যন্তরেও তীব্র বিরোধ দেখা দিয়েছে। এদিন বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালি ও আলোচনা সভায় প্রকাশ্যে আসে এ বিভক্তি। ফেনী-২ আসনে বিএনপির মনোনয়ন পাওয়া অধ্যাপক জয়নাল আবেদীন র‍্যালিতে অংশ নিলে আলাল উদ্দিন আলালসহ জেলা বিএনপির কয়েকজন শীর্ষ নেতা র‍্যালি থেকে সরে যান। এতে একদিকে নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে হতাশা, অন্যদিকে নির্বাচনী মাঠে ঘনীভূত হচ্ছে অনিশ্চয়তার ছায়া।

শুক্রবার রাতে ঐক্যের বার্তা নিয়ে শহরের রামপুর এলাকায় জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালের বাসায় যান অধ্যাপক জয়নাল আবেদীন। সেখানে প্রায় এক ঘণ্টার বেশি সময় অপেক্ষা করেও আলালের দেখা না পেয়ে ফিরে যান তিনি।

দলীয় সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও তিনবারের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবদীন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্লাহ মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারীসহ কয়েকজন নেতা। তাদের নিয়ে ভার্চ্যুয়ালি মতবিনিময় করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এর আগে, সোমবার (৩ নভেম্বর) বিকেলে ফেনীর তিনটি আসনে প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে ফেনী-১ আসনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ফেনী-২ আসনে চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন ও ফেনী-৩ আসনে দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুকে দলীয় মনোনয়ন দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *