গাজীপুরে বিএনপির মনোনয়ন পেলেন যাঁরা

Slider গ্রাম বাংলা


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের ৬টি সংসদীয় আসনের মধ্যে চারটিতে বিএনপি মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষণা অনুযায়ী, গাজীপুর-১ আসনে পরে নাম ঘোষণা করা হবে। গাজীপুর-২ সংসদীয় আসনে মনোনয়ন পেয়েছেন, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক এম এ মান্নানের সুযোগ্য সন্তান এম. মঞ্জুরুল করিম রনি। গাজীপুর-৩ আসনে মনোনয়ন পেয়েছেন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: রফিকুল ইসলাম বাচ্চু। গাজীপুর-৪ আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আ স ম হান্নান শাহ এর সুযোগ্য সন্তান শাহ রিয়াজুল হান্নান। গাজীপুর-৫ আসনে মনোনয়ন পেয়েছেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি এ কে এম ফজলুল হক মিলন। গাজীপুর-৬ আসনে কারো নাম ঘোষণা করা হয়নি। ধারণা করা হচ্ছে, এই আসনেও পরে নাম ঘোষণা করা হবে।

মির্জা ফখরুল বলেন, যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি সেগুলো পরে ঘোষণা করা হবে। এর বাইরে কিছু আসন শরিকদের ছাড়া হবে।

প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় জরুরি বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত ও চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় ঠিক করতে এই বৈঠক হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিতি আছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগামী ডিসেম্বরের প্রথমে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

গাজীপুরের ৪টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের অভিনন্দন জানিয়ে ও তাদের সফলতা কামনা করে দলীয় নেতাকর্মীরা প্রার্থী ও বেগম জিয়া-তারেক রহমানের ছবি দিয়ে পোস্ট দিচ্ছেন।

নাম ঘোষনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এম. মঞ্জুরুল করিম রনি বলেন, আমার মনোনয়ন গাজীপুরের মাটি ও মানুষের নেতা এবং আমার পিতা অধ্যাপক মান্নানের প্রতি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসার প্রতিফলন। আশাকরি সকলের সহযোগিতায় গাজীপুর-২ আসনে আমার পিতার মতই বিপুল ভোটে মানুষ ধানের শীষকে বিজয়ী করবে।

শাহ রিয়াজুল হান্নান বলেন, আমার পিতা হান্নান শাহের আদর্শ ও শহীদ জিয়ার স্বপ্ন নিয়ে আমি রাজনীতি করছি। এলাকার মানুষের ভালোবাসা পেয়েছি। আগামী নির্বাচনে সকলের সহযোগিতা নিয়ে বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *