বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে নীলফামারীতে টানা কয়েকদিনের ভারি বৃষ্টিপাত ও ঝড়ে চলতি মৌসুমের আমন ধান ও শীতকালীন সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। মাঠের আধপাকা ধানগাছ মাটিতে নুয়ে পড়েছে ও গাছের ডগা ফেটে গেছে এবং অনেক খেত পানির নিচে তলিয়ে গেছে, ফলে ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।
শনিবার (১ নভেম্বর) বিকেলে জেলার বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।
জেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে জেলায় প্রায় ১ লাখ ২০ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। ৫ হাজার ৫৬৫ হেক্টর জমিতে শীতকালীন সবজির বীজ বপন করা হয়েছে। ফুলকপি, বাঁধাকপি, শিম, লাউ, শাকসহ শীতকালীন সবজি চাষ করা হয়েছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, বৃষ্টির কারণে আধাপাকা ধানগাছ নুয়ে পড়েছে, ফলে ফলন ও গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি আগাম আলু ও শীতকালীন সবজির অনেক খেত পানিতে তলিয়ে গেছে। কৃষকরা নালা কেটে জমি থেকে পানি বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ডোমার উপজেলার কৃষক রবিউল ইসলাম বলেন, কয়েকদিনের বৃষ্টির কারণে আমার তিন বিঘা জমির ধান নুয়ে পড়েছে। এতে যে পরিমাণ উৎপাদন আশা করেছিলাম সেটি হবে না।
আরেক কৃষক রশিদুল ইসলাম বলেন, হঠাৎ করে কয়েকদিনের ভারি বৃষ্টির কারণে শীতকালীন সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি প্রতি বছর শীতকালীন সবজি চাষ করে থাকি তবে এবার সবজি খেত তলিয়ে যাওয়ার কারণে ক্ষতির আশঙ্কা করছি।
জলঢাকা উপজেলার কৃষক সুজন মিয়া বলেন, বৃষ্টির কারণে ধান নুয়ে পড়েছে। এভাবে আধাপাকা ধান নুয়ে পড়ে থাকলে ফলন ভালো হবে না।
নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজুর রহমান বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিপাত ও ঝড় হাওয়ার কারণে জেলার কিছু এলাকায় ধান ও শীতকালীন সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা কৃষকদের দ্রুত পানি নিষ্কাশন, নুয়ে পড়া ধানগাছ বাঁধা এবং অতিরিক্ত পানি জমতে না দেওয়ার পরামর্শ দিচ্ছি। আবহাওয়া অনুকূলে এলে ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব।

