
টঙ্গী:. গাজীপুরের টঙ্গীযে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে স্থানীয় ৫৬ নং ওয়ার্ড মধুমিতা এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও গাজীপুর-৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ জসিম উদ্দিন ভাট।
এ সময় আরও উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী নজরুল ইসলাম, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আবু ইউসুফ সুমন, মৎস্যজীবী দল নেতা হাবিবুর রহমান, হাসান, মিলন, আনোয়ার, তাঁতি দল নেতা কামাল হোসেন, মহিলা দল নেতা খাদিজা আক্তার, হাসিনা বেগমসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন শুধু বিএনপির নয়, এটি দেশের প্রতিটি মানুষের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা। এই দফাগুলোর মাধ্যমে জনগণের অধিকার, আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠিত হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে মাঠে থাকতে হবে।
লিফলেট বিতরণকালে এলাকার সাধারণ মানুষ লিফলেট সংগ্রহ পূর্বক বিএনপির কর্মসূচির প্রতি স্বতঃস্ফূর্ত সমর্থন জানান।
