দেশের বাজারে সোনার দাম ২ লাখ ২ হাজার ১৯৫ টাকা ভরি

Slider অর্থ ও বাণিজ্য

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম। নতুন দামে ভালো মানের সোনার (২২ ক্যারেট) ভরি প্রতি বিক্রি হবে ২ লাখ ২ হাজার ১৯৫ টাকায়, যা আগের দামের চেয়ে ১ হাজার ৪৬৯ টাকা বেশি।

সোনার এ নতুন দাম বুধবার (৮ অক্টোবর) থেকে সারাদেশে কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি (পিওর) সোনার মূল্য বৃদ্ধি পাওয়ায় নতুন করে মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী–

২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ২ হাজার ১৯৫ টাকা; ২১ ক্যারেট সোনার ভরি প্রতি বিক্রি হবে ১ লাখ ৯৩ হাজার ৪ টাকা; ১৮ ক্যারেট ভরি প্রতি সোনা ১ লাখ ৬৫ হাজার ৪৩০ টাকা; আর সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৪৭২ টাকা।

এ দিকে সোনার দামের পাশাপাশি বেড়েছে রুপার দাম। ফলে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৬৫৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৪৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৮০৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৮৫৮ টাকায় কেনা-বেচা হবে।

আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা এবং স্থানীয় চাহিদার চাপই মূলত দেশের বাজারে সোনার মূল্য বাড়ার অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *