সফল রাষ্ট্রপতি শহীদ জিয়াই বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতার প্রবর্তক——ডা. মাজহার

Slider গ্রাম বাংলা

গাজীপুর: সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম উৎসব দূর্গাপূজা উপলক্ষে বৃহত্তর বাসন থানার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও গাজীপুর-২ এর এমপি মনোনয়ন প্রত্যাশি ক্লিন ইমেজের ব্যক্তিত্ব ডা. মাজহারুল আলম।

পূজামন্ডপ পরিদর্শনকালে তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন সনাতনীদের সাথে মুসলমানদের সহাবস্থান সেই আদিকাল হতে বহমান। বাল্যকাল হতেই হিন্দু-মুসলিম পরস্পরের সহযোগী হিসেবেই বড় হই।  তারেক রহমানের মেসেজ  “এই উৎসব সকল বাংলাদেশীদের  উৎসব, বিএনপি সনাতনীদের সকল ধরনের সহযোগীতা করতে সদা প্রস্তুুত”।

পূজামন্ডপ পরির্শনকালে সাথে ছিলেন বাসন থানার বিভিন্ন পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ। ছিলেন রাধা গোভিন্দ মন্দির সভাপতি মনিন্দ্র চন্দ্র সাহা, সাধারন সম্পাদক গনেশ সাহা, কড্ডার সভাপতি গোপাল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক প্রবীর ঘোষ,
কালাকৈর সভাপতি বাবু সুবাস চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক বাবু রতন বর্মন,বাসন সভাপতি শ্রী চন্দন বর্মন, সাধারণ সম্পাদক শ্রী পরিতোষ বর্মন কালাকৈর মধ্যপাড়া (১৩নং) সভাপতি শ্রী হরি চান সরকার, সাধারণ সম্পাদক শ্রী গৌরাঙ্গ সরকার, বসন হরিসভা
সভাপতি সুজিত পাল, সাধারন সম্পাদক
দিলিপ পাল……
এছাড়াও সফর সঙ্গী ছিলেন সহকারী অধ্যাপক মোঃ শরিফুল ইসলাম, বিএনপির যুগ্ন সম্পাদক গাজীপুর মহানগর জিয়া পরিষদ মোঃ মাফিকুর রহমান সেলিম , সিনিয়র সহ সভাপতি আবুবকর সিদ্দিক বাসন মেট্রো থানা শ্রমিক দল, ইমাম সিদ্দিকী সহ-সভাপতি ১৪নং ওয়ার্ড বিএনপি , সহ সভাপতি ১৪নং ওয়ার্ড বিএনপি মোঃ সুরুজ আহমেদ, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল হক , সভাপতি শ্রমিকদল ১৩ নং দুলাল উদ্দিন, সহ সাধারন সম্পাদক ১৩ নং ওয়ার্ড বিএনপির মোঃ হাবিবুর রহমান, সহ সাধারন সম্পাদক ১৪নং ওয়ার্ড যুবদল তৌহিদুল ইসলাম প্রিয়, সহ সভাপতি ১৪ নং ওয়ার্ড বিএনপি আঃ জলিল মন্ডল ,  ১৩নং ওয়ার্ড বিএনপি ফারুক আহমেদ , শ্রমিকদল মোঃ আকবর হোসেন , মোঃ বিল্লাল রায়হান রনি মন্ডল সহ বিপুল সংখ্যক  বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *