ছবি( টঙ্গীতে ভোক্তা অধিকারের অভিযান পরিচালনা করছেন সহকারী পরিচালক আফসানা পারভিন )
গাজীপুর: টঙ্গীর ফকির মার্কেট এলাকায় লিয়ন ফার্মেসী নামে একটি ওষুধের দোকানে সরকারী হাসপাতালের ঔষধ বিক্রির অপরাধে দোকানীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাজীপুর।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে টঙ্গী বিসিকের ফকির মার্কেট এলাকায় এই অভিযান হয়।
গাজীপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আফসানা পারভিন বলেন, সরকারী হাসপাতালের মূল্যবান ঔষধ খোলা বাজারে উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে বলে গোপন সংবাদ পাই। সংবাদের সূত্র ধরে টঙ্গী বিসিকের ফকির মার্কেটে লিয়ন ফার্মেসীতে তিন ধরণের সরকারী ঔষুধ পাওয়া যায়। অতঃপর ঔষুধ গুলো জব্দ করে দোকানীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এধরণের অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।

