টিএসসিতে শেখ হাসিনার ছবিতে ডিম নিক্ষেপ

Slider বাংলার মুখোমুখি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের ওপর আওয়ামী লীগের-নেতাকর্মীদের ডিম নিক্ষেপ করার প্রতিবাদে টিএসসিতে শেখ হাসিনার ছবিতে ডিম নিক্ষেপ কর্মসূচি পালন করেছে ‘দ্যা রেড জুলাই’।

আজ (মঙ্গলবার) বিকেলের দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।

দ্যা রেড জুলাইয়ের সদস্য সচিব মো. সজিব হোসেন বলেন, আমরা এখন পর্যন্ত অনেক লীগ দেখেছি , পুলিশ লীগ, আনসার লীগ। আওয়ামী ফ্যাসিস্টরা যখন অন্যান্য দিক থেকে পেরে উঠছে না এখন তারা ডিম লীগ হয়ে আগমন করেছে। এখন থেকে যখন‌ই এই আওয়ামী ফ্যাসিস্টদের দেখবেন তাদের প্রথমে হালকা করে মেরে ডিম দিয়ে প্রশাসনের হাতে তুলে দেবেন।

তিনি আরও বলেন, আজ আমরা দেখলাম প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের ডিম মেরে লাঞ্ছিত করা হলো। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হয়েও যদি তারা নিরাপত্তার অভাবে থাকেন তাহলে দেশের সাধারণ মানুষের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবেন‌। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *