২
2০১৪ ও ২০১৫ সালরে হালনাগাদে ভোটার তালকিায় অর্ন্তভুক্ত প্রায় এক কোটি ভোটার বদ্যিমান জাতীয় পরচিয়পত্র (এনআইড)ি পাবনে না। ভোটার তালকিায় নাম এবং এনআইডি নম্বর থাকলওে তাদরেকে র্কাড দয়ো হবে না বলে জানয়িছেনে প্রধান নর্বিাচন কমশিনার (সইিস)ি কাজী রকবিউদ্দীন আহমদে। তনিি বলছেনে, এসব ভোটারকে একবারে র্স্মাটর্কাড দয়ো হব।ে তবে কবে নাগাদ সইে র্স্মাটর্কাড হাতে পাওয়া যাবে তা নশ্চিতি করতে পারনেনি সইিস।ি ইসরি ঘোষণাতইে সীমাবদ্ধ রয়ছেে র্সবাধুনকি র্স্মাটর্কাডরে জাতীয় পরচিয়পত্র।
২০১৪ সালে হালনাগাদে ৪৭ লাখ নতুন ভোটার অর্ন্তভুক্ত হয়। ২০১৫ সালরে হালনাগাদ এখনো চলমান। ইতমিধ্যে ৪৫ লাখ ৯৪ হাজার ২০৫ নতুন ভোটাররে তথ্য সংগ্রহ করা হয়ছে।ে এখন তাদরে ছবি তোলা ও নবিন্ধনরে কাজ চলছ।ে এসব ভোটাররে বদ্যিমান ন্যাশনাল আইডি র্কাড বতিরণ না করার সদ্ধিান্ত নয়ো হয়ছে।ে
এ বষিয়ে জানতে চাইলে সইিসি কাজী রকবি জানয়িছেনে, প্রায় এক কোটি নতুন ভোটারকে র্স্মাটর্কাড দয়োর পরকিল্পনা রয়ছে।ে তবে এদরে সবার জন্যই এনআইডি নম্বর দয়ো হব,ে যটো ব্যবহার করে জরুরি কাজ চালয়িে নয়ো সম্ভব হব।ে
ইসরি তথ্য অনুযায়ী এক কোটি ভোটাররে মধ্যে অনলাইনে সাময়কি জাতীয় পরচিয়পত্র (এনআইড)ি হসিবেে ব্যবহাররে জন্য ‘পরচিতিি ববিরণী’ সবো পাচ্ছনে মাত্র ৪৭ লাখ ভোটার। নবিন্ধতি নতুন ভোটার ইসরি ওয়বেসাইটে (িি.িবপ.ড়ৎম.নফ ও িি.িহরফ.িমড়া.নফ) লগ-ইন করে নর্ধিারতি তথ্য দয়িে সংশ্লষ্টি নাগরকিরে ছব,ি নাম, জন্ম তারখি, পতিা-মাতা, এনআইডি নম্বর ও ঠকিানাসহ সাদা কাগজে প্রন্টি র্ভাসন সংগ্রহ করতে পারবনে। প্রন্টিডে র্ভাসনরে এ পরচিতিি ববিরণীর উপর ‘সাময়কি পরচিয়পত্র’ লখো থাকবে না, তবে সংশ্লষ্টি নাগরকিরে ‘জাতীয় পরচিয়পত্র ইস্যু করা হয়ন’ি উল্লখে থাকব।ে তবে সংশ্লষ্টি ওয়বেসাইটে গয়িে যথাযথ সবো পাচ্ছনে না নতুন ভোটাররা। ফলে ভোটার হওয়ার পরও তারা এনআইডি থকেে বঞ্চতি। এ বষিয়ে জাতীয় পরচিয় নবিন্ধন অণুবভিাগরে (এনআইড)ি মহাপরচিালক ব্রগিডেয়িার জনোরলে সুলতানুজ্জামান মো. সালহে উদ্দীন বলনে, ভোটার হওয়ার সময় নাগরকিদরে একটি স্লপি দয়ো হয়। সইে স্লপিরে ডান পাশে উপররে দকিে একটি নম্বর থাক।ে সইে নম্বরটি ব্যবহার করে নর্দিষ্টি প্রক্রয়িা সম্পন্ন করার পরই পরচিতিি ববিরণী চলে আসব।ে এই পরচিতিি ববিরণরে মাধ্যমে সংশ্লষ্টি ব্যক্তরি জাতীয় পরচিয়পত্র নম্বরও থাকব।ে সটো প্রন্টি করে নয়িইে ব্যাংক অ্যাকাউন্টসহ যাবতীয় কাজ করা যাব।ে সবো প্রদানকারী প্রতষ্ঠিানও ব্যক্তরি জাতীয় পরচিয়পত্র অনলাইনে ভরেফিাই করতে পারব।ে
বদ্যিমান র্কাডধারী ৯ কোটরিও বশেি ভোটাররে পরচিয়পত্ররে সংশোধনরে সুযোগ চলমান থাকবে বলে জানয়িছেনে ইসি সচবিালয়। সবার হাতে র্স্মাটর্কাড তুলে দয়োর অংশ হসিবেে এসব ভোটাররে তথ্য সংশোধনে ৩১ অক্টোবররে মধ্যে আবদেন জানানোর আহ্বান জানয়িছেলি ইস।ি আগামীকাল শনবিার ৩১ অক্টোবর ছুটরি দনি হওয়ায় এই সময়সীমা ইতমিধ্যইে শষে হয়ে গছে।ে তবে ইসরি সংশ্লষ্টি র্কমর্কতারা বলছেনে, পরর্বতীতওে পরচিয়পত্ররে সংশোধনরে সুযোগ থাকব।ে
১৮ বছররে নচিে সাড়ে ২৫ লাখরে তথ্য সংগ্রহ
বশ্বিব্যাংকরে আগ্রহে ১৮ বছররে কম বয়সী নাগরকিদরে এবারই প্রথমবাররে মতো তথ্য সংগ্রহ করে ইস।ি তবে আশানুরূপ সাড়া পাওয়া না গলেওে ২৫ লাখ ৪৪ হাজার ৬৪৫ জন নাগরকিরে তথ্য সংগ্রহ করা হয়ছেে বলে জানয়িছেে ইসি সচবিালয়।