গাজীপুরে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় করলেন ডা. মাজহারুল আলম

গ্রাম বাংলা


গাজীপুর: গাজীপুর-২ সংসদীয় আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী এবং দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম গাজীপুর শহরের প্রাণকেন্দ্র মাধববাড়ী এলাকায় “ভাওয়াল রাজ সঞ্চয় ও ঋণ দান সমবায় সমিতি”র পরিচালনা পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন।ন

সৎ ও পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক হিসেবে পরিচিত ডা. মাজহারুল আলম পেশাজীবীদের মধ্যেও বিশেষভাবে সমাদৃত। মতবিনিময়কালে তিনি সমবায় নেতাদের সঙ্গে স্থানীয় সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং দলীয় অবস্থান তুলে ধরেন। আসন্ন হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, “পূজা যেন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপিত হতে পারে, সেজন্য প্রশাসনসহ সকল পক্ষের সহযোগিতা প্রয়োজন।” এ সময় তিনি ব্যক্তিগত পক্ষ থেকেও পূজা আয়োজনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *