ছবি( কালিগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক জাকারিয়া আল মামুন)
গাজীপুর: গাজীপুরের কালিগঞ্জে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন দৈনিক ঢাকার ডাক পত্রিকার কালিগঞ্জ প্রতিনিধি ও কালিগঞ্জ থানা প্রেসক্লাবের সভাপতি মো: জাকারিয়া আল মামুন(৩৫)।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে কালিগঞ্জ উপজেলার জামালপুর গোদারাঘাট নামক স্থানে এই ঘটনা ঘটে।
আহত সাংবাদিক জাকারিয়া আল মামুন কালিগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের দক্ষিন নারগানা গ্রামের মৃত আহাদ আলীর ছেলে।
আহত মামুনের পরিবার জানান, সম্প্রতি জামালপুর গোদারাঘাট এলাকায় মাদক ব্যবসা নিয়ে একটি প্রতিবেদনের কাজ করছিলেন তিনি। এই অনুসন্ধানের জেরে কতিপয় সন্ত্রাসী রাস্তায় পেয়ে মামুনকে লাঠি ও রড দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো: আলাউদ্দিন বলেন, আমি হাসপাতালে গিয়ে আহত সাংবাদিক মামুনকে দেখে এসেছি। ঘটনার সাথে সাথে ঘটনাস্থল এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ প্রাপ্তী সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

