
গাজীপুর: চুরির অভিযোগে এলাকাবাসীর হাতে আটক রনি(৩০) থানা হাজতে অসুস্থ হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত রনি টাঙ্গাইল সদর থানার মিরের বেতকা গ্রামের কালু মিয়ার ছেলে। তিনি টঙ্গীর পশ্চিম থানার বড় দেওড়া এলাকার পরাণ মন্ডলের টেক নামক স্থানে ভাড়ায় থাকতেন।
পুলিশ জানায়, আজ দুপুরে রনির বিরুদ্ধে চুরি করার অভিযোগ এনে তার স্ত্রী ও এলাকাবাসী তাকে টঙ্গী পশ্চিম থানায় দিয়ে যায়। রনির সাথে চুরি করা কিছু জিনিসপত্রও জমা দেয় তারা। অত:পর থানা হাজতে থাকা অবস্থায় সন্ধ্যা ৬ টার দিকে হাজতের বাথরুমে রনি অসুস্থ হয়ে পড়েন। এরপর প্রথমে তাকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ও পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। রাত সাড়ে ৮ টায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হারুন অর রশিদ রনির মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, রনি আমাদের আসামী নয়। তার স্ত্রী ও এলাকাবাসী তাকে চুরির অভিযোগ দিয়ে থানায় দিয়ে যায়। তাকে কোন নির্যাতন করা হয়নি বলে দাবী করেন ওসি।
