গাজীপুর: বাংলাদেশ নির্বাচন কমিশনের চূড়ান্ত গেজেটে গাজীপুর -৬ নামে একটি নতুন নির্বাচনী আসনের জন্ম হয়েছে। দীর্ঘ দিন গাজীপুর-২ আসনের সাথে থাকা টঙ্গী, গাছা থানাকে সাথে নিয়ে নতুন এই আসনের অন্তর্ভুক্ত হল।
জানা যায়, বাংলাদেশ নির্বাচন কমিশনের চূড়ান্ত গেজেটে গাজীপুর -৬ নতুন আসনে গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী এলাকার ওয়ার্ড নং ৪৩ থেকে ৫৭ এবং গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা মেট্রো থানার ৩২ থেকে ৩৯ নং ওয়ার্ড নিয়ে নতুন এই আসন হয়েছে। তবে খসড়া তালিকায় গাজীপুর-৬ আসনে পূবাইল এলাকার তিনটি ওয়ার্ড থাকলেও চূড়ান্ত গেজেটে গাজীপুর-৫ কালিগঞ্জের সাথে যুক্ত করা হয়েছে।
এদিকে টঙ্গী ও গাছা থানাকে গাজীপুর-৬ নতুন আসনে দিয়ে গাজীপুর-১ আসন থেকে বাসন ও কাশিমপুর মেট্রো থানা এবং গাজীপুর -৫ আসন থেকে সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন নিয়ে গাজীপুর -২ আসন গঠিত হয়েছে। গাজীপুরের বাকী আসনগুলো আগের সীমানায়ই আছে।
চূড়ান্ত গেজেটে গাজীপুরের ৬ আসন
বাংলাদেশ নির্বাচন কমিশনের চূড়ান্ত গেজেটে
গাজীপুর জেলায় নতুন একটি আসন সহ সীমানা নিম্নরুপ:
১৯৩ গাজীপুর-১ কোনাবাড়ি( গাজীপুর সিটি কর্পোরেশনের ৭ থেকে ১২ নং ওয়ার্ড) ও কালিয়াকৈর উপজেলা
১৯৪ গাজীপুর-২ গাজীপুর সিটি কর্পোরেশনের মেট্রো সদরও বাসন থানা,(১৩ থেকে ৩১ নং ওয়ার্ড) এবং কাশিমপুর মেট্রো থানা (১ থেকে ৬ নং ওয়ার্ড) সাথে বাড়িয়া ইউনিয়ন
১৯৫ গাজীপুর -৩ শ্রীপুর ও সদর উপজেলার মির্জাপুর, ভাওয়াল গড় ও পিরুজালী সহ গাজীপুর সেনানিবাস
১৯৬ গাজীপুর-৪ কাপাসিয়া উপজেলা
১৯৭ গাজীপুর -৫ কালিগঞ্জ উপজেলা ও পূবাইল ( গাজীপুর সিটিকরপোরেশনের ৪০ থেকে ৪২ নং ওয়ার্ড)
১৯৮ গাজীপুর-৬ টঙ্গী( ৪৩ থেকে ৫৭ নং ওয়ার্ড) ও গাছা থানা (গাজীপুর সিটি কর্পোরেশনের ৩২ থেকে ৩৯ নং ওয়ার্ড) ।

