গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টঙ্গী পূর্ব থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে
বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে টঙ্গীতে এই র্যালী অনুষ্ঠিত হয়।
জানা যায়, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টঙ্গী পূর্ব থানা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগ কয়েক হাজার বিএনপির নেতাকর্মী বর্ণাঢ্য আনন্দ র্যালী করেছে। র্যালীটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্থানীয় মিলগেট থেকে শুরু হয়ে চেরাগআলীসহ গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে কলেজ গেট গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
র্যালী শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন প্রস্তাবিত গাজীপুর ৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথী, বিএনপি নেতা আমান গাজী, গাজী মহসিন প্রমূখ।
বক্তব্যে সুমন সরকার বলেন, নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র আমাদের রুখতে হবে। আমরা গাজীপুর বিএনপির সবাই ঐক্যবদ্ধ আছি, যারা ভাবছেন আমাদের মধ্যে ঐক্য নেই, তারা ভূল ভাবছেন। আমরা সকল প্রকার ষড়যন্ত্র ঠেকাতে আগামীতেও ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ।

