ইসমাঈল হোসেন, গাজীপুরঃ ৯ মাস হতে ১৫ বছরের কম বয়সীদের টাইফয়েড ভ্যক্সিনেশনের আওতায় আনার লক্ষ্যে গাজীপুর সদরে ৫ দিন ব্যাপী শিক্ষক কমিউনিটি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে জেলা শহরের গাজীপুর সদর স্বাস্থ্য কমপ্লেক্স এর হলরুমে টাইফয়েড ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন ১৮ আগস্ট শুরু হয়ে ২৪ আগস্ট সমাপ্ত হয়। ৫ দিনে গাজীপুর মহানগরীর ১ হতে ৪২ নং ওয়ার্ড এবং গাজীপুর সদর উপজেলার ৪ টি ইউনিয়নের ২০০ জন শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ক্যাম্পেইন এর সমাপনী দিনে টাইফয়েড ভ্যাক্সিনেশন বাস্তবায়নে করনীয় বিষয়ে বক্তব্য রাখেন, গাজীপুর সদর উপজেলা স্বাস্থ্য উপ কর্মকর্তা ডাঃ রফিকুল ইসলাম, এম ও ডিসি ডাঃ নাহিদ আফরোজ লিন্তা, গাজীপুর সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মোঃ জিয়াউল হক, গাজীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আজিজুল রহমান , গাজীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি মোঃ মোছাদ্দিকুর রহমান , সাধারণ সম্পাদক মোঃ ইসমাঈল হোসেন প্রমূখ।
জানা যায়, আগামী ১২ অক্টোবর থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় সারাদেশে বিনামুল্যে ৯ মাস হতে ১৫ বছর বয়সী শিশুদের টাইফয়েড প্রতিরোধক টিকা প্রদান করা হবে।

